ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

জেলা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পাঁচ দফা দাবিতে প্রতিবাদ মিছিল

হক জাফর ইমাম, মালদা

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯ ১৯ ০৭ ৩৩  

ট্রাক মালিকদের ওপর হয়রানিরর প্রতিবাদ পাঁচ দফা দাবি নিয়ে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মালদা জেলা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের শতাধিক সদস্যরা। বুধবার দুপুর একটা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে মিছিল করে আসেন ওই সংগঠনের সদস্যরা। তারপরই প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয় । পরে সংগঠনের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি জেলাশাসকের কাছে পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন কপি জমা দেন।মালদা জেলার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভশ্রী কুন্ডু বলেন, বিভিন্নভাবে একাংশ পুলিশেরা ট্রাকচালকদের হয়রানি করছে। তা ছাড়াও দেখা যাচ্ছে ওভারলোডিং-এর মাত্রা বেড়ে গিয়েছে। জিএসটি সম্পর্কে মালিকদের কিছু  জানানো হচ্ছে না। অথচ জিএসটি কেটে নেওয়া হচ্ছে  । এরকম একাধিক দাবির বিষয়গুলি নিয়ে সোচ্চার হয়েছে মালদা জেলার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। রাজ্য জুড়ে এই আন্দোলন চলছে। সরকারের পক্ষ থেকে এব্যাপারে কোন প্রতিকার করা না হলে ১৯ আগস্ট থেকে বৃহত্তর আন্দোলন ও ধর্মঘটে সামিল হবেন রাজ্যের ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।

মালদা জেলা ব্যবসায়ীর নেতা উজ্জল সাহা বলেন লরি চালকদের ওপর বিভিন্ন কালা কানুন চাপিয়ে দেওয়ার প্রতিবাদে পাঁচ দফা দাবি নিয়ে রাজ্যজুড়ে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রতিবাদ, আন্দোলনের সোচ্চার হয়েছেন। মালদার সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর