ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ধুমসিগাড়ায়  র‍্যাশন না পেয়ে দোকান বন্ধ করলো গ্রাহকেরা

সংবাদদাতা

প্রকাশিত: ৪ জুলাই ২০১৯ ২২ ১০ ৪০  


 রেশন না পেয়ে দোকান  বন্ধ করলো গ্রাহকেরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ধুমসি গাড়া এলাকায়। 
স্থানীয় সুত্রে জানাগেছে, এদিন এলাকার লোকজন র‍্যাশন নিতে গিয়ে  জানতে পারে সবাই র‍্যাশন পাবে না। এতেই ক্ষুব্ধ হয়ে গ্রাহকেরা দোকান বন্ধ করে দেয়। স্থানীয় গ্রাহক কাশিনাথ প্রসাদ, আইজল ইসলাম, রহিদুল ইসলামরা জানায়, এই দোকানদার কোন রকম সহযোগিতা করে না। এর আগে একবার জানায় যে ডিজিটাল কার্ড ছাড়া র‍্যাশন দেওয়া যাবেনা। আমাদের এখানে সবার র‍্যাশন কার্ড নেই। আমরা সবাই মিলে মালবাজারে বিডিও অফিসে যাই। সেখানে জানানোর পর আমাদের সবাইকে একটি করে টোকন দেয়। সেই টোকন দিয়ে এতদিন আমরা র‍্যাশন নিচ্ছিলাম। আজ হটাৎ করে জানায় যে যাদের এখানে কার্ড নেই তারা র‍্যাশন পাবে না। আমরা এই ধুমসিগাড়ার বাসিন্দা। আমাদের কারো কার্ডে আছে দোকানের নাম আনন্দপুর চাবাগান।  এখান থেকে ২০ কিমি দূরে। কারও কার্ডে আছে পাথরঝোড়া, ওদলাবাড়ি ও মালদহ র‍্যাশন দোকানের নাম। র‍্যাশন নিতে অতদূর যাওয়া সম্ভব?  তাই আমাদের দাবি যতদিন না সমস্যা মিটছে ততদিন দোকান বন্ধ থাকবে। 
এদিকে র‍্যাশন দোকানী প্রমোদ পাঠক বলেন, আমাদের এখানে যাদের র‍্যাশন এসেছে তারাই পাবে। যাদের নাম নেই তাদের কোথা থেকে দেব। আমাদের কিছু করার নাই। 
এনিয়ে জেলা খাদ্য নিয়ামকের দপ্তরে যোগাযোগ করা হলে সেখানে এক আধিকারিক জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। সেরকম হলে ব্যবস্থা নিতে হবে। 
এই র‍্যাশন দোকান থেকে গজালডোবা, তিস্তা ব্যারেজ, ধুমশিগাড়া এলাকার কয়েক হাজার মানুষ র‍্যাশন নেন। অনেকের কার্ডে সমস্যা আছে। এর জন্য মাঝেমাঝে ঝামেলা হয়। দোকান বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় লোকজন অসুবিধায় পড়েছে বলে জানাগেছে।                                                       

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর