ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ডুয়ার্সের সামগ্রিক বর্ষন পরিস্থিতির অবনতি জলে ভেসে মৃত এক

পুষ্পপ্রভাত ডেক্স

প্রকাশিত: ২৭ জুন ২০১৯ ১৯ ০৭ ২৬  

হেডিংঃ ডুয়ার্সের সামগ্রিক বর্ষন পরিস্থিতির অবনতি জলে ভেসে মৃত এক। 
সংবাদদাতা, মালবাজার, ২৬ জুন। 

সোমবার ও মঙ্গলবার রাতে প্রবল বর্ষনে সামগ্রিক ভাবে ডুয়ার্সের পরিস্থিতির অবনতি হয়েছে। ইতিমধ্যেই ডায়না নদীর জলে ভেসে মারা যায় এক যুবক। নাম টাবলে বাবিয়া (৩০)। বাড়ি নাগরাকাটা ব্লকের আংরাভাসা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানাগেছে বুধবার সকালে ওই যুবক ডায়না নদীর জলচ্ছাস অন্যান্যদের সাথে নদীর ধারে যায়। আচমকা পা হড়কে জলে পড়ে যায়। পরে দেড় কিমি দূরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।             অপরদিকে নাগরাকাটা থেকে ছাড়টন্ডু গ্রামে যাওয়ার একমাত্র গ্রামীণ সরক যোজনার রাস্তার প্রায় ১৫০ মিটার ঘাটিয়া নদীর গ্রাসে চলে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ছাড়টন্ডুর কয়ে হাজার মানুষ। প্রায় ২৫ বিঘা আবাদি জমি ও চাবাগানের জমি ঘাটিয়া নদীর গ্রাসে চলে গেছে। দুটি বাড়ি নদীর গর্ভে বিলিন। বাসিন্দারা প্রবল বর্ষনে পলিথিন চাদর টাঙিয়ে রয়েছে।গৃহকর্তা ফাগু উরাও বলেন, নদী গোটা বাড়ি নিয়ে গেল। এখন কোথায় থাকব কে জানে?      ক্যারন চাবাগানের কালভার্ট ভেঙে পড়ায় গোটা চাবাগানের দুটি শ্রমিক বস্তি   যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিডিও অফিস থেকে সামান্য দূরে মনমোহন ধুরা গ্রামে শিশুশিক্ষা কেন্দ্রটি জলের স্রোতে মাটি সরে গিয়ে ধসে গেছে। গোটা নাগরাকাটা ব্লকের ডায়না, কুচিডায়না, সুখানী, ঘাটিয়া জলঢাকা নদী গুলি ফুসছে। নাগরাকাটার বিডিও স্মৃতি সুব্বা বলেন, ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা হবে। প্রশাসন সর্বদা দূর্গতদের পাশে আছে।  
জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর অমরনাথ ঝাঁ বলেন, জরুরিকালীন ভিত্তিতে নদীর গতিপথ বদলাতে কাজ শুরু হয়েছে। সংশ্লীষ্ঠ দপ্তর গুলিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।                 
মেটেলি ব্লকের কুর্তি, মুর্তি ও নেওরা নদীর জল বেড়ে গেছে। একদিকে পাহাড়ি এই সব নদীগুলি পাহার থেকে বয়ে আনছে প্রবল জ�

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর