ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ০৪ জুলাই ২০২৫   আষাঢ় ১৯ ১৪৩২   ০৮ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বহু প্রাচীন বুড়ো কালীমার আরাধনা

প্রকাশিত: ৮ মে ২০১৯ ১৬ ০৪ ৪৭   আপডেট: ৮ মে ২০১৯ ১৬ ০৪ ৪৭

মালদা

প্রতিবছরের ন্যায়, এ বারো বৈশাখ মাসের মঙ্গলবার থেকে হবিবপুর ব্লকের ভাজাডাঙ্গা কালি মন্দিরে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহাসিক বহু পুরনো প্রাচীন বুড়ি কালিমার আরাধনা। গোটা বৈশাখ জুড়ে সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার ও শনিবার পূজা হয়। এই কালিপূজা দেখতে বিভিন্ন এলাকার থেকে ভক্ত বৃন্দরা আসেন। কালি পূজাটিকে কেন্দ্র করে প্রত্যেক মঙ্গলবার ও শনিবার মেলাও বসে । মেলায় শিশুদের জন্য নাগর দোলা, হর্স রেস, মেলাতে বিভিন্ন ধরনের গৃস্থালী কাজের লোহার তৈরী দা, কোড়াল , বুঁটি, কাচি, হাসুয়া, কোদাল ও পাতি, ইদ্যাদি পাওয়া যাচ্ছে। বিভিন্ন মিষ্টি সামগ্রী পাওয়া যাচ্ছে। কসমেট্রিকস সামগ্রী সহ বিভিন্ন প্রসাধনী পসরা সাজানো হয়েছে এই মেলায় । আশেপাশের গ্রামের আট থেকে আশি সব বয়সের ছেলে মেয়েরা অন্নন্দে মেতে উঠেছে এই মেলায় 

কালি মন্দিরের সভাপতি সপণ মণ্ডল জানান,

এই বুড়ি মা জাগ্রত। দূরদূরান্ত থেকে লোক আসে মানত করে। মানত করলে তাদের মনস্কামনা পূর্ণ করে মা । বৈশাখ মাসের সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার ও শনিবার পূজা হয় ও প্রত্যেক মঙ্গলবার মেলাও বসে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর