সোনিয়া তাসনিম খানের কবিতা-যদি পাড়ি দিতে হয়
সোনিয়া তাসনিম খান
যদি পাড়ি দিতে হয়
কলমে- সোনিয়া তাসনিম খান
যদি পাড়ি দিতে হয়
শেষ খেয়াখানি,
যাবার লগ্নে কেবল
এতটুকু জানি।
অগোছাল হিসেব যত
রইল পড়ে,
ভাসায়ে বেদনা সব
তব আঁখি পরে।
মিটবে যে লেনদেন
মলিন সে পাটে,
শূণ্য পড়ে রবে
রিক্ত সেই ঘাটে।
না রেখে আফসোস
শোধ করে ঋণ,
বাজবে বিদায়ী বাঁশি
বিরহী সেই বীন।
সেই শেষ লগনেতে
রেখ মোরে মনে,
যতনে আগলে রেখ
হৃদয়ের কোণে।
০১:৫৫ পিএম, ২৫ এপ্রিল ২০২১ রোববার
ডঃ মহঃ তোহা সেখের কবিতা-`মানব সন্তান`
ডঃ মহঃ তোহা সেখ
মানব সন্তান
ডঃ মহঃ তোহা সেখ
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
হিন্দু মুসলমান তাওবাদ জৈন ইহুদি বাহাই বুঝিনাকো শিন্তো খ্রিষ্টান
মহাজাগতিক আকাশ বাতাস বিশ্ব গ্রহে মানবই সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সন্তান
কালো ধলো জাতপাত ধর্ম রাখি না নিজের মহান উচ্চতার দাবি
মনুষ্য কুলে জন্ম সকলকে সম্মান ভালোবাসিব কেবল এটাই ভাবি
ঘুরন্ত কালে থাকে না কোন চিহ্নিত টুপি দাড়ি পাগড়ী টিকি তিলক
বলতে পারো এরা হিন্দু-মুসলিম খ্রিষ্টান শাক্ত কোন ধর্মের চালক
জন্মকালে শিশুর নাম রাখি আকাশ সৃষ্টি সুন্দর সুন্দরী গ্রহ বিধান
ধর্মের ব্যবসায়ীরা বল দ্রুজ জেন বৌদ্ধ নাসারী কনফুসী না
মুসলমান
কারবারীদের জিজ্ঞাসা করি নবাগত শিশু ছিল কোন ধর্মের জাত
সেই নিষ্পাপ নবজাতক সরল সদ্যশিশু ছিল নাকি সকল ধর্মের সাথ
ধর্ম আনেনি মানুষ মানুষই এনেছে ধর্ম রসদের রং রঙ্গিলের
বেড়াজাল
গদি লোভী ধর্মের বক্ষ ভূমিতে চাষ বুনে ক্ষমতার ধরে রাখে হাল।
১১:২২ এএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার
মোঃ ইজাজ আহামেদ-Md Ejaj Ahamed
মোঃ ইজাজ আহামেদ-এর কবিতা `জীবন`
জীবন
মোঃ ইজাজ আহামেদ
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
জীবনটা এক যাত্রা পথ;
সেই যাত্রায় চলতে গিয়ে
কখনো পাওয়া যায় মসৃণ পথ,
কখনও এবড়োখেবড়ো পথ,
কখনও দুর্গম গিরি পথ;
মসৃন পথে তো একটি বাচ্চা ছেলেও নির্বিঘ্নে হাঁটতে পারে;
হাঁটতে হবে, পার হতে হবে
সেই দুর্গম অসমতল গিরিপথ,
কখনও উষ্ণ মরুপথ,
তবেই তুমি হতে পারলে বড়ো মানুষ,
নইলে তো হয়ে রইলে ছেলে মানুষ।
মানুষের বাইরে আজ কৃত্রিমতা বিরাজ করছে;
অন্তরে জয় করার প্রচেষ্টা স্রিয়মান হয়ে যাচ্ছে;
অবসাদের চোখের জলে বিবেক ঝাপসা হয়ে আসছে;
তাইতো কৃত্রিমতার হাসি ঠোঁটের কোণে নিয়ে
আত্মহত্যার জগতে পাড়ি দিচ্ছে
অকালে অগণিত মানুষ;
কৃত্রিমতার কাছে হেরে যাচ্ছে মানুষ।
হাসি -কান্না, সুখ -দুঃখ, খুশি - অবসাদ, টেনশন-
এগুলো নিয়েই তো জীবন;
নেগেটিভ অনুভূতি, নেগেটিভ চিন্তা জয় করতে হবে;
নেগেটিভ অনুভূতিগুলো আছে
বলেই পজিটিভগুলোর মূল্য রয়েছে।
এই বোধগুলো মানুষের স্মৃতিপট থেকে
বিস্মৃতি হয়ে যাচ্ছে যেন ধীরে ধীরে।
০৯:৪৯ এএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি`
সৌমেন্দু লাহিড়ী
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
কবি পরিচিতি:পশ্চিমবঙ্গের রাজ্যপাল স্বীকৃত গীটারিস্ট এবং কবি সৌমেন্দু লাহিড়ীর জন্ম ৬ আগষ্ট ১৯৭১ সালে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। পিতা - সংগীত শিল্পী অমলেন্দু লাহিড়ী, মাতা - ঊষা লাহিড়ী । তাঁর রচিত প্রথম ব ই "সনম" (১৯৯৯)। এছাড়া বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা প্রকাশ পায়।
আর্জি
- সৌমেন্দু লাহিড়ী
ও কবি বলছি তোমারে শোনো,
চাইনা অন্য কোনো,
অনেকই তো হল গদ্য কবিতা
এবার, পদ্য কবিতা আনো।
ছন্দ যেখানে পাবে প্রাধান্য
শব্দ চয়ন হোক অনন্য
ছন্দ দোলায় মাতবে ভূবন
ভরবে প্রাণ ও মন ও।
ও কবি তোমারে বলি আজ শুধু
পদ্য কবিতা আনো।
ঘুরছে পৃথিবী ছন্দ দোলায়
ছন্দে ছন্দে ঘড়ির কাঁটায়
কোনো কিছুই না ছন্দ হারায়
বিশ্বে এ কথা জেনো।
ও কবি তোমারে বলছি এবার
পদ্য কবিতা আনো।
টিক্ টিক্ টিক্ কাটছে সময়
ছন্দে সঠিক তালে
গদ্য কবিতা বেশি দেখি মোরা
এই আধুনিক কালে।
কোথায় গেল সে ছন্দের মিল
মন দোলায় না কেনো ?
ও কবি বলছি তোমারে এবার
পদ্য কবিতা আনো।
চেতনাতে থাক কবি নজরুল
হৃদয়েতে রবি মেনো
সুকান্ত স্মরে রচ কবিতা
ভরে যাবে মন- প্রাণ ও।
করছি আর্জি, তোমার মর্জি,
শোনো নাই বা শোনো।
তবু্ও তোমারে বলি বারে বারে
পদ্য কবিতা আনো।।
১০:৩১ এএম, ৩১ মার্চ ২০২১ বুধবার
- একগুচ্ছ কবিতা
- আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ সেন্টারে অনুষ্ঠিত হল `জন জাতীয় গৌরব দিবস ২০২৪`
- আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ সেন্টারে অনুষ্ঠিত হল `জন জাতীয় গৌরব দিবস ২০২৪`
- আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ সেন্টারে অনুষ্ঠিত হল `জন জাতীয় গৌরব দিবস ২০২৪`
- POEM - UNTOLD WORDS !
- Poems
- Poems
- Poems
- POEM - BY THE WAYS OF PARADISE
- Article - Zein lovers
- Poem - On the Open Eyelashes Shadow I Weave
- একগুচ্ছ কবিতা
- Poem - Centuries Later
- Poem - Mystery Remains
- অনুষ্ঠিত হল অরঙ্গাবাদ ব্রাইট ফিউচার অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠান
- সুতি পাবলিক স্কুল ও কোচিং সেন্টারের উদ্বোধন
- Poem - Your Hazelnut Eyes!!!!
- Poem - Life Is Melody
- একগুচ্ছ কবিতা
- Poem - Twilight
- Poem - Love in the Autumn Leaves
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- Poem - Missing the Sky
- Poem - Missing the Sky
- Poem - The Philosophy of the Eyes
- Poem - Silence
- Poem - When the Pen Abandons You
- POEM - LEAVE
- আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ সেন্টারে অনুষ্ঠিত হল `জন জাতীয় গৌরব দিবস ২০২৪`
- POEM - UNTOLD WORDS !
- আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ সেন্টারে অনুষ্ঠিত হল `জন জাতীয় গৌরব দিবস ২০২৪`
- Poems
- Poem - On the Open Eyelashes Shadow I Weave
- একগুচ্ছ কবিতা
- Poems
- POEM - BY THE WAYS OF PARADISE
- Article - Zein lovers
- Poems
- আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ সেন্টারে অনুষ্ঠিত হল `জন জাতীয় গৌরব দিবস ২০২৪`
- একগুচ্ছ কবিতা