ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

আলোর সন্ধানে মাসিক পত্রিকা প্রকাশ ও সাহিত্য সভা

 

আলোর সন্ধানে মাসিক পত্রিকা প্রকাশ ও সাহিত্য সভা 

নিজস্ব প্রতিবেদক 

 

স্বরূপনগর: উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বালকী-গোবিন্দপুর মুখার্জিমোড়ে অবস্থিত "আলোর সন্ধানে পত্রিকার অফিস গৃহে ২৪শে আগস্ট ২০২৫ রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এক বর্ণাঢ্য সাহিত্যসভা অনুষ্ঠিত হয়। উক্ত সাহিত্য সভায় সভাপতিত্ব করেন উপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী মহাশয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন নূপুর দাস মহাশয়া। উপস্থিত অতিথিদের ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।

    রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প নিয়ে আলোকপাত করেন কবি কাজল দত্ত মহাশয়। তাঁর তথ্য ভিত্তিক আলোচনায় উপস্থিত কবি সাহিত্যিকেরা মুগ্ধ। কবি জাসমিন সুলতানা আলোচনার শিরোনাম ছিল 'বাংলাভাষা ও বিদ্যাসাগর'। তিনি চর্যাপদ থেকে শুরু করে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং বর্তমান যুগের উপর বিস্তারিত আলোকপাত করেন এবং কবির বিদ্যাসাগরের মৌলিক রচনা নিয়ে অসাধারণ আলোচনায় উপস্থিত কবি সাহিত্যিকগণ মুগ্ধ হন।

    আলোর সন্ধানে পত্রিকার সহসম্পাদক সরবত আলি মণ্ডল ও সম্পাদক আনারুল হক আগামী ২০২৬ নববর্ষ সংখ্যা প্রকাশ নিয়ে আলোচনা করেন। 

    প্রকাশিত হয় আলোর সন্ধানে মাসিক পত্রিকার চতুর্থ বর্ষ তৃতীয় সংখ্যা ও সাইদুর রহমান রচিত নাটক 'চেতনার দিশারী'।

     কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী ও সঞ্চালিকা শিউলি সরকার, সম্পাদিকা মেঘছায়া সরকার। স্বরচিত কবিতা মাঠে অংশগ্রহণ করেন শিউলি সরকার, কাকলি হালদার, জাসমিন সুলতানা, সুপ্রিয়া বর, আনারুল হক, নূপুর দাস,কাজল দত্ত, সরবত আলি মণ্ডল, মাকফুর রহমান, মোহাম্মদ রেজাউল মন্ডল, জয়দেব বিশ্বাস, সাইদুর রহমান, রাজেশ সরকার, সিকান্দার আলি মোহর আলি মণ্ডল, খালেক পাড় প্রমুখ কবি সাহিত্যিক। গল্প পাঠ করেন উপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী মহাশয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি মাকফুর রহমান।

০৯:৩৬ পিএম, ২৪ আগস্ট ২০২৫ রোববার

অরঙ্গাবাদে মসজিদের অভিনব উদ্যোগ

 

 

 

অরঙ্গাবাদে মসজিদের অভিনব উদ্যোগ

 

মোঃ ইজাজ আহামেদ 

 

সুতি, ১৭ আগস্ট ২০২৫: আজ রবিবার মুর্শিদাবাদ জেলার অরঙ্গাবাদের ডিহিগ্রাম পূর্ব - দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে এবং জনসেবা জবেদানেশা ফাউন্ডেশন ট্রাস্টের পরিচালনায় ও মানবতা ফাউন্ডেশন ট্রাস্টের সহযোগিতায় ডিহিগ্রামে অনুষ্ঠিত হল 'স্বেচ্ছায় রক্তদান শিবির '। উপস্থিত ছিলেন সুতি ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় হুমায়ুন চৌধুরী, পঞ্চগ্রাম আই.এস.এ হাইস্কুলের প্রধান শিক্ষক ড. মহঃ মেহেবুব ঈশা, নিমতিতা জি.ডি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সহিদুল আলম, বিশিষ্ট শিক্ষক আব্দুল রাশিদ এবং মাওলানা মহঃ গিয়াসউদ্দিন সাহেব প্রমুখ। তাঁরা বক্তব্য রাখেন 'ইসলামে রক্তদানের গুরুত্ব' বিষয়ের উপর। প্রধান শিক্ষক ড. মহঃ মেহেবুব ঈশা বলেন, " প্রত্যেক ভালো কাজই ইবাদতের অংশ"। শিক্ষক আব্দুল রাশিদের বক্তব্যের নির্যাস হল যে ভালো কাজে মানুষকে প্রতিনিয়ত প্রতিযোগিতা করতে হবে। মাওলানা মহঃ গিয়াসউদ্দিন সাহেব কুরআনের উদ্ধৃতি তুলে ধরেন - " যে একজন ব্যক্তির জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানব জাতির জীবন রক্ষা করল"। এদিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সালার মুজফফর আহমদ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আসলিম সেখ। সহযোগী হিসেবে ছিলেন অধ্যাপক তথা জনসেবা জবেদানেশা ফাউন্ডেশন ট্রাস্টের সম্পাদক আব্দুল জাব্বার হক । মসজিদের এই অভিনব উদ্যোগকে উপস্থিত ব্যক্তিগণ কুর্নিশ জানান। মোট আটষট্টি জন রক্তদাতা ছিলেন বলে জানা গিয়েছে। বৃষ্টির মাঝেও তাঁরা এই শিবিরে যোগদান করে রক্তদান করেছেন। রক্ত সংগ্রাহক টিমের অন্যতম সদস্য মোহাঃ মাসুদ জানান, "এইরকম সুশৃঙ্খল এবং গ্রামীণ এলাকায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান খুবই প্রশংসনীয় আর মসজিদ-এর উদ্যোগে জঙ্গিপুর মহকুমায় রক্তদান শিবিরের আয়োজন এক বিরল দৃষ্টান্ত।"

 

 

১০:০৭ পিএম, ১৭ আগস্ট ২০২৫ রোববার

জঙ্গীপুরে অনুষ্ঠিত হল ওম টিভি লাইভ চ্যানেলের গ্র্যান্ড ওপেনিং

ওম টিভি লাইভ চ্যানেলের গ্র্যান্ড ওপেনিং

মোঃ ইজাজ আহামেদ 

 

জঙ্গীপুর: ১৬ই আগস্ট শনিবার জঙ্গীপুরে ওম টিভি লাইভ (OM TV live) চ্যানেলের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হল। এদিন অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির, দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ, গুনীজন ও সাংবাদিকদের সংবর্ধণার আয়োজন করা হয়। ৩০ জন রক্তদাতা রক্ত দান করেন।  উপস্থিত ছিলেন- জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, রঘুনাথগঞ্জের বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান সন্তোষ, জরুল পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী, চৌধুরী, জঙ্গিপুর টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো,  বিশিষ্ট সমাজসেবী তথা গিনি হাউসের কর্ণধার রেজাউল করিম, সমাজসেবী তথা বিজয় হার্ডওয়্যার-এর কর্মধার বিজয় জৈন, কবি-সংবাদিক তথা স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা'র সম্পাদক মোঃ ইজাজ আহামেদ, সাংবাদিক সবুজ বিশ্বাস,রাজেশ শেখ, মাসুদুল শেখ, শফিউল ইসলাম, আলমগীর, তরিকুল শেখ, চন্দন সরকার, সারোয়ার আলম, রনি শেখ, সুজয় ঘোষ, রিমেল সাবাব, শুভম বড়াল, মহম্মদ হোসেন ও ওম ওম টিভি লাইভ চ্যানেলের কর্ণধার রাজু শেখ প্রমুখ। উপস্থিত ব্যক্তিগণ সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ার গুরুত্বের উপর বক্তব্য রাখেন।

 

 

০৭:৪৯ এএম, ১৭ আগস্ট ২০২৫ রোববার

Poem - Speak

Speak 

Mohammed Rahul (Algeria)

 

Speaking, saying, repeating and remembering.

Do not think again.

Consider my words, think and remember.

 

Return to the path of my Lord and think.

Not deviation, but denial.

Do not condemn, criticize and deny any action.

 

Get up early at dawn and pray.

 

Close the door.

At night, pray, ask for forgiveness, read and remember.

 

So that you may see the deceit of the souls of the servants.

How much they deny.

They forget the goodness of each other and do not think.

 

Appearances deceive at dawn.

No one can blame.

Whoever sees a sin, change it and deny it.

 

The owner of the mosque spends the night drunk.

 

Mixing with men.

 

The atmosphere is murky with prostitutes and jinns.

 

The jinns have corrupted and continue to deny it.

 

And they deny it every day.

 

They play with them like a joker.

 

In every country, dust settles and appears.

 

They spend the night dancing. Their rightful time is to stay up late.

 

Speak, speak and bring news.

 

And sail the sea.

And, close your eyes and listen to the word of the one who is.

 

Speak, speak.

 

 

*Collected from the poet by Md Ejaj Ahamed*

০৯:২০ এএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার

POEM - EPIC OF A WOMAN

 

 

EPIC OF A WOMAN

ALONDRA GUTIÉRREZ VARGAS

Costa Rica

 

Epic epic of dreams, weeping earth, when it should be dancing to long and flowery verses.

Silences that must not silence the songs of boys and girls.

Hexameter, which must crown all women.

Flag of social justice and equity.

Social prose awakening consciences.

No more narratives of extensive transcendental actions, where life doesn't return home.

Where memory isn't lost to immortalize each heroine in press releases.

Women who are life and pay with death, being innocents who wear themselves out in battles, virtues and esteem of sequins.

Angelic Seductions

where the love that cannot be bought is idealized, because the madness of the aggressor who

overthrows identity with a femicide perfumed with a smile and lipstick of hypocrisy has washed his hands and soiled his conscience.

Support for a woman who emancipates herself, to raise her voice against the weakness of all systems.

Mutilated bones, a skin suit descending to earth.

Meanwhile, there are houses with tears and a sky that collapses, demanding judgment...

We no longer want dead women.

We don't want empty homelands, wearing black dresses and white dresses with lace trim and songs of indifference!

 

©©Alondra Gutiérrez Vargas

 

 

*Collected from the poetess by Md Ejaj Ahamed*

০৯:০৪ এএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার

POEM - ETERNAL JOURNEY

 

 

 

ETERNAL JOURNEY 

Parvinder Nagi

 

I’ve woven the fabric of my life with joys and sorrows 

The moments enjoyed making memories 

Not looking for the lust of riches 

But spending it worth for good deeds 

 

Aging gracefully through each passing day 

Reaching towards the final goals 

Rejuvenating through the eternal journey so beautiful 

Living in the tassels of time 

 

Dust we are and to dust we shall return 

Some dreams completed and some yet to be 

Life’s unending yearnings still await 

Oscillated between past and future 

 

The truth remains that life and death walk hand in hand 

Life will deceive one day for sure death will never 

To live forever is not our decision 

Final goodbyes are God’s will.

 

©® Parvinder Nagi

 

 

 

About the Poetess:

Parvinder is born and brought up in the coastal city of Mombasa, Kenya, East Africa. 

         Having dedicated her career to shaping the minds of future generations as a principal from the distinguished senior secondary schools in India and also served as charity in the British schools in UK.

 

        Parvinder is a national award winner from NCERT, New Delhi, for making teaching and learning process more easier through the classroom aids for both the teachers and pupils. 

 

      One of the defining moments of her poetic journey occurred during a visit to Dove Cottage and the museum dedicated to the venerable poet, William Wordsworth, nestled in the enchanting landscape of Grasmere, Lake District, UK. 

In the hallowed halls of this literary sanctuary, standing amidst the profound legacy of Wordsworth, Parvinder found herself immersed in the timeless essence of poetry, a force capable of transcending the boundaries of time and place.

        

         Her passion for poetry found recognition when she was bestowed with the prestigious accolades in a national poetry contest in the year 2022 orchestrated among a gathering of over 2000 poets from across India on the national level.

 

        Parvinder is a recipient of many literary awards in poetry….

- An Ambassador for peace in the world poetic fraternity

- The Global Peace Ambassador Awards

- Literary Ambassador Awards

- Honorary Doctorate Award

- An Ambassador for Indian culture for Insight magazine USA

- Membership card from ICAL and felicitations of appreciation and excellence, joining the bridges across the world through her literary work!

 

Parvinder is an author of a poetry book, “UNFATHOMED SECRETS”, a heartfelt collection of 100 poems from the abyss of her heart.

 

       Parvinder’s poems are translated in various languages across the globe. She is honoured to be one of the 58 selected poets, whose poems are translated in Turkish and published in Turkey, the anthology book, “ Poets From The World” 

 

Her poems are also published among 231 great noble world poets, in the book “ WORLD CONTEMPORARY POETS VOLUME 2 “

 

A book, “ The Women - Global Poetic Gems" is the Collection of Lyrical Poems By 35 International Poets, Parvinder is proud to be featured among one of these world renowned poets.

 

Her poems are reviewed by eminent writers, authors and also reviewers from Harvard University USA 

From time to time her poems are featured in the various journals, newspapers and magazines across the globe.

 

      She has collaborated her duet poems with poets across the globe.

 

        She has also participated in the live poetry recitation among the global poets on google meet online and won the accolades!

 

         Parvinder has translated a Historical chronological book, from Kosovo, written by Dibran Fylli “Prekazi Brezni Trimash-HE IS ALIVE“ into her mother language Punjabi.

          Parvinder’s poems are music to the heart that express different aspects of life, conjuring up emotions from happiness to sadness using different styles and themes giving pleasure to the readers.

 

Parvinder Nagi

( Principal )

 

 

*Collected from the poetess by Md Ejaj Ahamed*

০৮:৫৭ এএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার

অলিম্পিয়াডে আন্তর্জাতিক র‍্যাঙ্ক ৭ এবং পশ্চিমবঙ্গ জোন-২- এ ৪ নওরীন হাসানের

অলিম্পিয়াডে আন্তর্জাতিক র‍্যাঙ্ক ৭ এবং পশ্চিমবঙ্গ জোন-২- এ ৪ নওরীন হাসানের 

 

মোঃ ইজাজ আহামেদ 

 

অরঙ্গাবাদ: মুর্শিদাবাদ জেলার অরঙ্গাবাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নওরীন হাসান ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন আয়োজিত এসওএফ-আন্তর্জাতিক কম্পিউটার বিজ্ঞান অলিম্পিয়াডে আন্তর্জাতিক র‍্যাঙ্ক ৭ এবং পশ্চিমবঙ্গ জোন-২-এ ৪ র‍্যাঙ্ক অর্জন করেছে। ৭২টি দেশের ৯৬৪৯৯টিরও বেশি স্কুল বিশ্বের বৃহত্তম অলিম্পিয়াডে নিবন্ধিত হয়েছিল এবং কয়েক লক্ষ শিক্ষার্থী এসএফও দ্বারা পরিচালিত আটটি পরীক্ষায় অংশ নিয়েছিল। এই কৃতিত্ব অর্জন করায় নওরীনকে রৌপ্য পদক, নগদ ৬২৫/- টাকা ও শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। তার বাবা শিমুল হাসান এলাকার একজন স্বনামধন্য অ্যাডভোকেট ও মা নাসরীন পারভীন একজন এএনএম স্বাস্থ্যকর্মী। 

০৮:৪৯ এএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার

অণুগল্প - দুঃস্বপ্ন

দুঃস্বপ্ন 

মোঃ ইজাজ আহামেদ 

 

ঘড়িতে টুং টুং করে বাজছে সকাল দশটার ঘণ্টা। স্কুলে যাওয়ার জন্য হুমায়ূন আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে মাথা পরিপাটি করতে করতে জানালার বাইরে একবার চোখের পলক ফেলে; দেখে, আকাশ ঢেকেছে কালো চাদরে। তৎক্ষণাৎ সে তাড়াহুড়ো করে বাইক বের করে। 

 

        হুমায়ূনের স্কুল যাওয়ার পথ বাইকে মিনিট কুড়ির মতো। সাইকেলে যেতে তার ঘন্টাখানেক লাগত। তিন মাস আগে কিস্তিতে কিনেছে যাতে সময় বাঁচে, ক্লান্তি লাঘব হয় আর অতিরিক্ত টিউশনি ধরে আয় বাড়ানো যায়। যেমন ভাবনা, তেমনি কাজ। ভাবনা অনুযায়ী কাজকর্ম চলছে। মেঘময় আকাশ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে স্কুল যেতে দেরি না হয়ে যায়। বেসরকারি স্কুল বলে কথা, সময়ে না ঢুকলেই মাইনে কাটা যায়। কোথা থেকে যেন দমকা বাতাসও এল। বাতাসের হাত ধরে কালো পোশাক পরা মেঘবালিকারা যেন কোনো অচিন দেশে যেতে লাগল। আকাশের মুখ থেকে যেন মন-খারাপ বিদায় নিল। 

 

      কয়েকজন পুলিশ বাইক আরোহী হুমায়ূনকে থামাল। তাদের মধ্যে একজন বলল, "গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স দেখান।" আরেকজন গাড়ির নম্বর প্লেটের ফটো তুলল মোবাইলে। হুমায়ূন বলল, স্যার তাড়াহুড়ো করে কাগজের ব্যাগটি বাড়িতে রেখে চলে এসেছি। স্যার প্লিজ ছেড়ে দিন, আমার যেতে দেরি হয়ে যাবে। পুলিশ বলল, ঠিক আছে ছেড়ে দিচ্ছি মোবাইলে মেসেজ যাবে, ফাইন ভরে দিয়েন। বেচারার এমনিতেই দেরি হয়ে গেছে, এইদিকে ফাইন আর ঐদিকে মাইনে কাটার ভয় তাকে গ্রাস করলো। তাই কথা না বাড়িয়ে তাড়াহুড়ো যেতে লাগল। 

 

 

                    নদী ভাঙ্গনের দুঃ‌স্বপ্ন উঁকি দিচ্ছে হুমায়ূনের মনে। অব্যাহত নদীর ভাঙন একে একে গ্রাস করছে ভিটেমাটি। তার বাড়ি সহ কয়েকটি বাড়ি কোনমতে মাটির শিকড় আঁকড়ে ধরে রয়েছে। দূর থেকে মনে হয় যেন কয়েকটি নৌকো নোঙর করে আছে নদীর তীরে। শীঘ্রই অন্য কোথাও জায়গা কিনে থাকার মত ঠাঁই করতে হবে তাকে। সংসার চালানোর সঙ্গে সঙ্গে অসুস্থ বাবা-মায়ের জন্য ওষুধের টাকাও যোগাড় করতে হয় তাকে। সরকারি চাকরির আশায় এখনও বিয়ে করাও হয়ে উঠেনি। অবশ্য খুব একটা বেশি বয়সও হয়নি, বয়স ২৬-২৭ হবে। বৃষ্টি হলো না কিন্তু এখনো আকাশের মন খারাপ হুমায়ূনের মতো। কখন যে অশ্রু টপটপ করে ঝরে পড়বে কে জানে? 

 

                নদী ভাঙ্গনের আগে কত সুন্দর ছিল সোনালী দিনগুলো! নদীর কলকল ধ্বনি সে কান পেতে শুনতো। বাতাস জলে নৃত্য করত। ঢেউয়ের গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়ত সে তা টেরই পেত না। জানালায় সূর্যের মিষ্টি রশ্মির উঁকি মারাতে তার ঘুম ভাঙত। রূপালি ভোর, জলে সূর্য-উদয়, সূর্যাস্ত, গোধূলি, জোছনা ভরা নিশি তার মনে কত আনন্দের জোয়ার নিয়ে আসত! সুর্য, চাঁদ, তারা, শরতের নীল আকাশ ও ফর্সা মেঘবালিকারা পানির দর্পণে মুখ দেখত। সে নদীর পাড়ে বসে গোধূলির আলো মাথায় নিয়ে জেলেদের মাছ ধরা দেখত। গোধূলির আলোয় প্লাবিত হতো চারিদিক। মৃদুমন্দ বাতাস আদর করে যেত দেহে। বর্ষা এলে খাবার থালায় থাকত রূপালি ইলিশ। এইসব ভাবতে ভাবতে স্কুলের সামনে চলে এসেছে সে। পকেট থেকে মোবাইল বের করে দেখে ১০ মিনিট দেরি হয়ে গেছে।

০৫:০১ পিএম, ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার

কবিতা - ভারত

ভারত 

মোঃ ইজাজ আহামেদ

 

ভারত! তোমায় আমি সালাম জ্ঞাপন করি,

তুমি আমার জন্মভূমি।

তোমার তিনদিকে সমুদ্র আর একদিকে হিমালয় পর্বত;

তারই মাঝে তোমার উপস্থিতি।

তুমি পৃথিবীর প্রাচীনতম সভ্যতার এক অন্যতম ভূমি।

যুগ যুগ ধরে তোমার কাছে এসেছে ভিন্ন ধর্মের, ভিন্ন জাতির ভিন্ন মানুষজন;

সকলেই তোমাকে ভালোবেসে করেছে আপন।

হুন, কুষান, মোঙ্গল, পাঠান,

জৈন, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান-

সকলেই তোমাকে করেছে সমৃদ্ধি সন্মান।

তোমার সন্তানেরা বিশ্বে করেছে বিচরণ,

বিশ্ব দরবারে তোমাকে এনে দিয়েছে খ্যাতি।

তোমার বৈচিত্রেভরা উদ্ভিদরাশি, বৈচিত্রেভরা প্রাণী,

বৈচিত্র‍্যময় মানুষ, বৈচিত্র্যময় মাটি,

বৈচিত্র্যময় মানুষ, বৈচিত্র্যময় সংস্কৃতি,

বৈচিত্র্যের মাঝে সমন্বয়ই তোমার মূলনীতি;

তাইতো তুমি পৃথিবীর সারাংশ ও বৈচিত্র্যের পটভূমি।

তাইতো তোমায় এতো ভালোবাসি।

০৪:৫৫ পিএম, ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার

Puspaprovat Patrika