ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

৯ নভেম্বর থেকে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

জাগরণ প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ১৩ ০১ ২৭  

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নভেম্বর সকাল থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে।

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, তফসিল ঘোষণার পরদিন থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সেই হিসেবে ৮ নভেম্বর তফসিল ঘোষণা হলে ৯ নভেম্বর থেকেই মনোনয়ন ফরম নেওয়া যাবে।

 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেন, এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। এ মনোনয়ন ফরম বিক্রির জন্য ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশের নির্বাচনী কার্যালয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

আবদুস সোবহান গোলাপ আরও বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ জমা রাখার জন্য বিভাগের আলাদা আলাদা বুথ করার চিন্তা ভাবনা আছে, সেই অনুযায়ী আমরা কাজ করছি।

 

নির্বাচন কমিশনের কর্মকর্তারা এরইমধ্যে জানিয়েছেন, ডিসেম্বরের শেষভাগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার পরিকল্পনা ধরে সব প্রস্তুতি নিচ্ছেন ইসি।

এসআর/এফসি

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর