ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

হেডিংঃ বন্ধ চাবাগান খোলাই সাংসদ হয়ে প্রথম কাজ হবে, জন

পুষ্পপ্রভাত ডেক্স

প্রকাশিত: ২ জুন ২০১৯ ২১ ০৯ ০৮  

হেডিংঃ বন্ধ চাবাগান খোলাই সাংসদ হয়ে প্রথম কাজ হবে, জন। 
সংবাদদাতা, মালবাজার, ২ জুন

 বন্ধ চাবাগান খুলে শ্রমিকদের সমস্যা মোচনই হবে সাংসদ হয়ে আমার প্রথম কাজ। আগামীকাল গ্রাসমোর চাবাগান নিয়ে বৈঠক আছে। আশা করছি আগামীকালের বৈঠকের মধ্য দিয়ে বাগান খুলে যাবে। রবিবার সাংসদ হয়ে দিল্লি থেকে ডুয়ার্সে ফেরেন আলিপুরদুয়ারের সদ্য সাংসদ ডুয়ার্সের চাবাগান অঞ্চলের ভূমিপুত্র জন বারলা। এদিনই তিনি প্লেনে দিল্লি থেকে বাগডোগরা আসেন। সেখান থেকে সরক পথে মালবাজার ছুয়ে তার বাড়ি লক্ষীপাড়া চাবাগানের পথে যান। মালবাজার বাস স্ট্যান্ডের কাছে দলীয় কর্মীরা তাকে সংবর্ধনা দেয়। সেই মঞ্চে শ্রী বারলা বলেন, বন্ধ চাবাগান খোলাই আমার প্রথম কাজ। এক এক করে সব চাবাগান খুলব। শ্রমিকদের সমস্যা মেটাব। 
গতবার ২ জন সাংসদে ২ জন মন্ত্রী ছিল। এবার ১৮ জনে ২ জন। ডুয়ার্সের মানুষের আশা ছিল আপনি মন্ত্রী হবেন। এনিয়ে কোন হতাশা আছে কি? এই প্রশ্ন করা হলে তিন বলেন, কোন হতাশা নেই। আমি দলের কর্মী দল যে নির্দেশ দেবে তাই করব। শ্রমিকদের সমস্যার কথা সংসদে তুলব। 
এরপর তিনি বেরিয়ে যান। এদিন তাকে সংবর্ধনা দেয় টাউন মন্ডল সভাপতি পঙ্কজ তেওয়ারি, নারী মোর্চার নেত্রী সংগীতা দাস সহ অন্যান্যরা।                                                                            

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর