ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

সৌমেন্দু লাহিড়ী

সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি`

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১ ১০ ১০ ২৯  


সৌমেন্দু লাহিড়ী 
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত

কবি পরিচিতি:পশ্চিমবঙ্গের রাজ্যপাল স্বীকৃত গীটারিস্ট এবং কবি সৌমেন্দু লাহিড়ীর জন্ম ৬ আগষ্ট ১৯৭১ সালে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে।  পিতা - সংগীত শিল্পী অমলেন্দু লাহিড়ী, মাতা - ঊষা লাহিড়ী । তাঁর রচিত প্রথম ব ই  "সনম" (১৯৯৯)। এছাড়া বিভিন্ন  পত্র পত্রিকায় তাঁর লেখা প্রকাশ পায়।

আর্জি 
  - সৌমেন্দু লাহিড়ী 

ও কবি বলছি তোমারে শোনো,
চাইনা অন্য কোনো,
অনেকই তো হল গদ্য কবিতা 
এবার, পদ্য কবিতা আনো। 

ছন্দ যেখানে পাবে প্রাধান্য 
শব্দ চয়ন হোক অনন্য 
ছন্দ দোলায় মাতবে ভূবন 
ভরবে প্রাণ ও মন ও। 
ও কবি তোমারে বলি আজ শুধু 
পদ্য কবিতা আনো। 

ঘুরছে পৃথিবী ছন্দ দোলায় 
ছন্দে ছন্দে ঘড়ির কাঁটায়
কোনো কিছুই না ছন্দ হারায় 
বিশ্বে এ কথা জেনো। 
ও কবি তোমারে বলছি এবার
পদ্য কবিতা আনো। 

টিক্ টিক্ টিক্ কাটছে সময় 
ছন্দে সঠিক তালে
গদ্য কবিতা বেশি দেখি মোরা
এই আধুনিক কালে। 
কোথায় গেল সে ছন্দের মিল
মন দোলায় না কেনো ? 
ও কবি বলছি তোমারে এবার
পদ্য কবিতা আনো। 

চেতনাতে থাক কবি নজরুল
হৃদয়েতে রবি মেনো
সুকান্ত স্মরে রচ কবিতা 
ভরে যাবে মন- প্রাণ ও। 
করছি আর্জি, তোমার মর্জি,
শোনো নাই বা শোনো। 
তবু্ও তোমারে বলি বারে বারে
পদ্য কবিতা আনো।। 
           

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর