ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

সাভারে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৫ 

সাভার সংবাদদাতা

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ২০ ০৮ ৩৭  

ঢাকার সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য। শুক্রবার সকাল ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের মানিকগঞ্জ পাড়ার একটি বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 


আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- আব্দুর রব, তার স্ত্রী রিতা আক্তার, তাদের দুই বছরের মেয়ে আয়শা আক্তার, আব্দুর রবের শাশুড়ি হাসিনা বেগম ও শ্বশুর আরব আলী। বাড়ির মালিক আবদুল হামিদ জানান, বছরখানেক আগে তিনি টাকা দিয়ে অবৈধভাবে গ্যাসের সংযোগ নেন।

আশুলিয়া থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে গ্যাস লাইনের লিক থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দগ্ধ ব্যক্তিদের পরিবার ও প্রতিবেশীরা জানান, ওই বাসার নিচতলায় ওই পরিবারটি ভাড়া থাকত।  দুই ঘরে তারা ঘুমাতেন।  ধারণা করা হচ্ছে সকালে রান্না ঘরে যাওয়ার পর দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে এ বিস্ফোরণ ঘটে। গ্যাসের লাইনে লিক বা চুলা না নেভানোর কারণে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়েছিল। বিস্ফোরণে দরজা জানালা ভেঙে যায়। প্রতিবেশী সালমা আক্তার জানান, দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নেওয়া হয়।  সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 
নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালের ডেপুটি ম্যানেজার হারুন অর রশিদ বলেন, আগুনে তাদের পাঁচজনের শরীরের ৭০ থেকে ৯০ ভাগ পুড়ে গেছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, এটা অবৈধ গ্যাসের লাইন ছিল। দোতলা বাড়িতে ৫ থেকে ৬টি ফ্ল্যাট আছে। সবগুলোতেই অবৈধ গ্যাসের সংযোগ ছিল। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে আটক করা হয়েছে। 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর