ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

রোববার শাহবাগ-মৎস্যভবন সড়কে সাধারণের চলাচল বন্ধ

জাগরণ রিপোর্ট  

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ৩০  

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল রোববার আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতি কওমিয়া বাংলাদশেরে উদ্যোগে ‘শোকরানা মাহফিল’-এর আয়োজন করা হয়েছে। মাহফিল উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ নগরবাসীর জন্য একটি নির্দেশনা দিয়েছে।

প্রথমত আগামীকাল শাহবাগ থেকে মৎস্যভবন পর্যন্ত সর্বসাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে এবং সোহরাওয়র্দী উদ্যানের চারপাশে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠানস্থলে আগতদের কোনো প্রকার হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দার্হ্য পর্দাথ বা ধারালো কোনো বস্তু বহন না করার জন্য অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,। রোববার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফলিরে আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  অনুষ্ঠানে ঢাকা শহরসহ সমগ্র বাংলাদেশের কাওমি মাদ্রসার কয়েক লাখ ছাত্র বাস,ট্রেন, লঞ্চে করে ওই দিন ভোর থেকেই সোহরাওর্য়াদী উদ্যানে জমায়েত হবেন। সে ক্ষেত্রে সর্বসাধারণকে সোহরাওর্য়াদী উদ্যানরে অনুষ্ঠানস্থল এবং এর আশপাশরে এলাকা দিয়ে ভারী অথবা হালকা যানবাহন চলাচাল পরিহার করতে বলা হয়েছে। শোকরানায় অংশ গ্রহণকারী লোকজনকে গাবতলী, মিরপুর রোড হয়ে আগরগাঁও সাইন্সল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেত নেমে হেটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশ করতে বলা হয়েছে। তাদের বাসসমূহ ঢা.বি মল চত্বর এবং নীলক্ষেত থেকে পলাশী পর্যন্ত রাস্তার উভয় পাশে এক লাইনে পার্কিং করতে বলা হয়ছে।

উত্তরা থেকে এয়ারর্পোট রোড হয়ে মহাখালী- মগবাজার- কাকরাইল চার্চ- রাজমনি ক্রসিং- পল্টন মোড়- জিরো পয়ন্টে অথবা খিলক্ষেত ফ্লাইওভার- বাড্ডা- গুলশান- রামপুরা রোড- মৌচাক ফ্লাইওভার-মালিবাগ- শান্তিনগর- রাজমনি ক্রসিং- নাইটংগেল হয়ে পল্টন মোড় অথবা জিরো পয়েন্ট হয়ে পল্টন মোড়ে নেমে হেটে দোয়েল চত্তর হয়ে উদ্যানের যে কোন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে বলা হয়েছে। উত্তরা বা এয়ারর্পোট থেকে আসা বিভিন্ন যানবাহন পার্কিং স্থান মতঝিলি বা গুলিস্থানে সংকুলান না হলে প্রয়োজনে হাতিরঝলি এলাকায় পার্কিং করতে বলা হয়ছে।

চট্টগ্রাম, সিলেট, দক্ষিণাঞ্চল থেকে আশা লোকজনদের যাত্রাবাড়ী, পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভাররে উপর দিয়ে গুলিস্তান নেমে পায়ে হেটে অনুষ্ঠানস্থলে যেতে বলা হয়েছে। তাদের বাসগুলো মতিঝিল বা গুলিস্তানে পার্কিং করতে বলা হয়।যারা মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে চাঁনখারপুল হয়ে আসবে তাদের চাঁনখারপুল নেমে হেটে অনুষ্ঠান স্থলে যেতে বলা হয়েছে।বাবুবাজার ব্রিজ হয়ে যারা আসবে তাদেরকে গোলাপশাহ্ মাজারে নেমে হেটে হাইর্কোট-দোয়লে চত্বর হয়ে অনুষ্ঠানস্থলে যেতে বলা হয়েছে।

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর