ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

বিশ্ব চায় আ.লীগ আবার ক্ষমতায় আসুক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ৪৬  

মাহবুব-উল-আলম হানিফ

মাহবুব-উল-আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বাংলাদেশ আজ গোটা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তাই গোটা বিশ্ব চায়, আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে এই সরকার আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। তা না হলে দেশের উন্নয়ন থমকে যাবে।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, সরকারের প্রথম লক্ষ্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এখানে কোনো দল রাজপথে নেমে মিটিং করবে, মিছিল করবে তার জন্য দেশ স্বাধীন করা হয়নি। বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। সরকার এটাই করছে।

পাবনার পাকশি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের রাজশাহীস্থ ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. একএম মনোয়ারুল ইসলাম।

হানিফ বলেন, বিএনপির মুখে উন্নয়নের কথা নেই, দেশের কথা নেই, আগ্রগতির কথা নেই। রাস্তায় মিটিং-মিছিল করা ছাড়া তাদের কোনো চিন্তা নেই। কিন্তু পেট্রোল বোমা মেরে মানুষ পোড়ানো কোনো গণতান্ত্রিক অধিকার হতে পারে না। যারা এটাকে গণতান্ত্রিক অধিকার ভাবে, তাদের জন্য করুণা ছাড়া কিছু থাকে না। তাদের জন্য আমাদের কোনো সহানুভূতি নেই।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক মজিবুর রহমান, প্রধান প্রকৌশলী রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগরের ডাবলু সরকার প্রমুখ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর