ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল,রাজ্যে পাসের হার ৮৬.২৯%

উজির আলি

প্রকাশিত: ২৭ মে ২০১৯ ১৫ ০৩ ৫৯  

 ১৩ মার্চ ছিল উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা। পরীক্ষা শেষের ৭৪ দিনের মাথায় এবার ফলাফল ঘোষণা করল সংসদ।

 

এ বছর উচ্চমাধ্যমিকে রাজ্যে পাসের হার ৮৬.২৯ %। গত বছরের পাসের হার ছিল ৮৩.৭৫। ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ৬.২৬% বেশি। ছাত্রাদের পাশের হার ৮৭.৪৪% ,ছাত্রীদের পাসের হার ৮৫.৩০%। পূর্ব মেদিনীপির,কলকাতা,পশ্চিম মেদিনীপুর,কালিম্পং জেলায় পাসের হারী ৯০% এর বেশি। সংসদের ইতিহাসে প্রথম ১৩৭ জন কৃতী রয়েছেন প্রথম ১০’এ।

সম্ভাব্য যুগ্ম প্রথম বিজ্ঞান বিভাগের শোভন মন্ডল,প্রাপ্ত নম্বর ৪৯৮ (৯৯.২%) পেয়ে বিজ্ঞান বিভাগ থেকেই সম্ভব্য দ্বিতীয় সংযুক্তা বসু, তন্ময় মাইকাপ ,স্বর্ণদীপ সাহা, ঋতম নাথ,মহম্মদ মাসুম আখতার ও অনাতাপ মিত্র। সম্ভাব্য তৃতীয়, বর্ণালী ঘোষ, সুক্রিয় চক্রবর্তী মৃম্ময় মন্ডল ও সুপ্রিয় শীল। প্রাপ্ত নম্বর ৪৯৪। চতুর্থ হয়েছেন রাকেশ দে,কলা বিভাগের ছাত্র। সপ্তম স্থান অধিকার করে আল আমিনের ছাত্রী সাফিদা খাতুন, প্রাপ্ত নম্বর ৪৮৯। রাজ্যে অষ্টম হয়েছেন মালদা জেলার বুধিয়া হাই মাদ্রাসার কলা বিভাগের ছাত্রী নৌরিন খাতুন, প্রাপ্ত নম্বর ৪৮৮।

দশম স্থান করে মালদহের চাঁচল সিদ্ধেশরী ইনসষ্টিউশনের আরজু সুলতানা প্রাপ্ত নম্বর ৪৮৬

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর