ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

দার্জিলিং এর দিকে রওনা দিলা জগদীপ ধনখড়

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০ ১৯ ০৭ ৩৩  

মালদা-‌হঠাৎ দার্জিলিং যাওয়ার পথে মালদা রেলস্টেশনে ট্রেন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আরেকটি রাজভবন রয়েছে দার্জিলিংয়ে। সেখানে থেকে রাজ্য পরিচালনা করবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই উদ্দেশ্যে তিনি দার্জিলিংয়ে রওনা দেন। ট্রেনে শিলিগুড়ি যাওয়ার পথে মালদা স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন,‘‌দার্জিলিংয়ে কাজের অনেক সুযোগ রয়েছে। সেখানে চা বাগানের কর্মীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনতে হবে। পর্যটকদের সমস্যার কথা শুনতে হবে। গোটা উত্তরবঙ্গ জুড়ে মানুষের সঙ্গে কথা বলা জরুরি। তাই যাওয়া।’‌ জানা গেছে, তিনি ১ মাস ধরে দার্জিলিংয়ের রাজভবনে থাকবেন। সেখান থেকে গোটা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষদের সঙ্গে কথা বলবেন। তিনি জানান,‘‌এবার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এ রাজ্যের শিল্পীরা পুজোয় তাঁদের কাজ ঠিকঠাক দেখাতে পারেন নি। মানুষরা পুজো উপভোগ করতে পারেন নি। সামনের বছর ঠিক পারবেন। তখন করোনা থাকবে না।’‌ তিনি আরও বলেন, ‘‌আমাদের দেশ এগোচ্ছে। গোটা বিশ্ব তা দেখছে। আমাদের যা ৭০ বছরেও সম্ভব হয় নি, এবার তা হচ্ছে। কেউ কী ভাবতে পেরেছিল যে ৩৭০ ধার উঠে যাবে। রামমন্দিরের নির্মাণের কাজ শুরু হবে, কেউ ভাবতে পেরেছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ শুরু হয়েছে।’‌

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর