ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

চাঁদপুরে জেসমিন হত্যায় ১ জনের মৃত্যুদণ্ড

জাগরণ ডেস্ক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ১৪  


চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কিশোরী জেসমিন হত্যামামলার আসামি সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।  অপর দুই আসামি মিরাজ বেপারী ও নুর ইসলাম ওরফে লেদাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। 
বুধবার দুপুর দেড়টায় চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন।  আসামিরা গ্রেফতার হওয়ার পর জামিনে গিয়ে পলাতক রয়েছেন।  নিহত কিশোরী ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ হরিণা গ্রামের চুন্নু মিয়ার মেয়ে।
দণ্ডিতরা সবাই চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফুল বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামের অলিউল্যা শেখের ছেলে।  মিরাজ সোবহানপুর গ্রামের চুন্নু মেম্বারের ছেলে এবং নুর ইসলাম পূর্ব গুলিশা গ্রামের মুসলিম রাঢ়ীর ছেলে।  
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৫ জানুয়ারি রাতের কোনো এক সময় কিশোরী জেসমিনকে ধর্ষণ শেষে হত্যা করে ফসলী জমিতে ফেলে রেখে চলে যায় আসামিরা। পরদিন ২৬ জানুয়ারি ভোরে স্থানীয়রা জেসমিনের মরদেহ দেখে ফরিদগঞ্জ থানা পুলিশকে জানায়।  
এ ঘটনায় ফরিদগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রহমান আলী বাদী হয়ে মামলা করেন।  মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন একই বছরের ১০ মে আদালতে চার্জশিট দেন। 
এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আমান উল্যা বলেন, প্রায় চার বছর ধরে চলা এই মামলায় ১৮ জনের সাক্ষ্য নিয়েছে আদালত।  
সরকার পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন মোক্তার আহমেদ অভি।

এসসি/এফসি

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর