ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

কেমন কাটছে রতুয়ার পেটেল টানা ভ্যান চালকদের জীবনযাত্রা। 

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২ ১৬ ০৪ ৩০  

কেমন কাটছে রতুয়ার পেটেল টানা ভ্যান চালকদের জীবনযাত্রা। 

মালদা:-

নতুন কিছু আসতেই কোথাও যেন হারিয়ে যায় সেই পুরাতন দিনগুলো। তেমনটাই ঘটছে যেন প্রবীণ ভ্যান চালকদের জীবনে।বর্তমান সময়ে ঝকঝকে ব্যাটারি চালিত টোটো রমরমা বাজারে।কোথাও যেন হারিয়ে গিয়েছে সেই পেটেল টানা ভ্যানের কদর যার ফলে কাজ হারিয়েচ্ছে অনেক ভ্যান চালকেরা এখন সে প্যাটেল টানা ভ্যানের খুব কম চাহিদা থাকার ফলে যেন তাদের আর নামতে দেখা যায় না রাস্তায় 

উল্লেখ্য,কিছুদিন ফিরে দেখলে দেখা যেত বছরের পর বছর যাতায়াত এবং মাল পরিবহনের জন্য এই পেটেল টানিত ভেনের উপরেই ভরসা করতেন সাধারণ মানুষ

 কিন্তু এখন সময়ের সাথে তাল মিলিয়ে এবং প্রযুক্তির অগ্রগতিতে ব্যাটারি চালিত টোটো অটোর দাপটে তাদের রোজগার প্রায় শূন্য বলে চলে খালি হাতেও ফিরে যেতে হয় অনেকদিন 
মালদা জেলার রতুয়া ১ নং ব্লকের রতুয়া ট্যাক্সি স্ট্যান্ডে  পাশে জায়গাটি জানা যেত ভ্যান স্ট্যান্ডের নামে  এক সময় প্রায় ৪০ থেকে ৫০ খানা পেটেল টানিত ভ্যান দাঁড়িয়ে থাকতো নিত্যদিন,সে জায়গায় বর্তমান সময় সে জায়গায় মাত্র কয়েকজন ভ্যান চালককেই দেখতে পাওয়া যায়, সে জায়গায় বর্তমান বাজারে রমরমা টোটো এবং অটোল,

এখুন ভেনচালকদের মধ্যে  মধ্যে ও অনেকে বাড়তি রোজগারের তাগিদে বদলেছে নিজের পেশা কিন্তু এখনো কিছু ফ্যান চালক টাকার অভাবে বদলাতে পারেনি নিজের সেই পেশা এরম অবস্থায় যারা এখনো এই কাজের সাথে যুক্ত তাদের  নুন আনতে পান্তায় ফুরই অবস্থা এমনটাই জানিয়েছেন রতুয়ার একজন ভ্যান চালক।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর