ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

কল্যাণ সংঘ সাধারণ গ্রামীন গ্রন্থাগারের উদ্যোগে মনোজ্ঞ রবীন্দ্র

হক নাসরিন বানু

প্রকাশিত: ৩১ মে ২০১৯ ২২ ১০ ৩২  

কল্যাণ সংঘ সাধারণ গ্রামীন  গ্রন্থাগারের উদ্যোগে মনোজ্ঞ রবীন্দ্র নজরুল সন্ধ্যা
কল্যাণ  সংঘ সাধারণ  গ্রামীন  গ্রন্থাগারের উদ্যোগে  মালদা  শহরের কৃষ্ণপল্লিতে বৃহস্পতিবার রাতে এক মনোজ্ঞ রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠান হয়ে গেলো । নাচে গানে আবৃত্তি ও কবিতা পাঠের মধ্যে দিয়ে শিল্পীরা রবীন্দ্রনাথ ও নজরুল কে স্মরণ করে । প্রথমে  অনুষ্ঠানের উদ্বোধন করেন কল্যাণ  সংঘ সাধারণ গ্রামীন গ্রন্থাগারের গ্রন্থাগারিক  শ্রী শান্তনু মজুমদার ।পরবর্তীতে  সঙ্গীত পরিবেশন করেন একে একে সুশান্ত কুমার মন্ডল, প্রদীপ্তা আচার্য ও শিতাংশু পান্ডে । নৃত্যে বানীসংঘ আবৃত্তি ওনৃত্যশিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রী রা স্নেহা রায় বর্তিকা কুন্ডু  , শুভশ্রী  সাহা দীপা মন্ডল   ও আবৃত্তি পরিবেশন  করেন মধুমিতা  কর্মকার । অনুষ্ঠানে শেষে  বর্তমানে সমসাময়িক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ভূমিকা  নিয়ে  বিস্তারিত আলোচনা করেছেন গৌড় বঙ্গ  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড:বিকাশ রায় ।
অনুষ্ঠানটি   সঞ্চালনা করেন  নেপু বাগচি ।  এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট  আইনজীবী  শ্রী  শ্যাম প্রকাশ গুপ্ত  , বিশিষ্ট  কবি সুনির্মল বসু  , বিশিষ্ট  সাংবাদিক তনয় মিশ্র, ও কল্যাণ  সংঘ গ্রন্থাগারের  প্রশাসক  শুভাঞ্জন গোস্বামী  ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর