ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

সৌন্দর্যায়নের জন্য সেজে উঠেছে গঙ্গারামপুর কালদিঘী পার্ক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২০ ০৯ ০৯ ৪৯  

পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃদক্ষিণ দিনাজপুর জেলা ঐতিহাসিক সম্পদের ওপর দাড়িয়ে আছে। আর সে কথা কম বেশী সকলেই জানে। আর সেই ইতিহাস বিজাড়িত রাজা বানের স্ত্রী কালের নামে নামকরণ করা গঙ্গারামপুর শহরের কালদিঘী পার্ক  পৌরসভার উদ্যোগে সেজে উঠছে। বিগত এক বছর ধরে খেটে খাওয়া মানুষদের হাতে তিলে তিলে গড়ে উঠছে দক্ষিণ দিনাজপুর জেলার কালদিঘী পার্ক। সুত্রের খবর চলতি বছরে পার্কের সৌন্দর্যায়নের জন্য দিঘীর পার ধরে তৈরি করা টয়ট্রেনটি চালু হবে। তাছাড়া পার্কের সৌন্দর্যকে পর্যটক ও অন্যান্যদের কাছে আকর্ষণীয় করে তুলতে দিঘীতে বোটিং এর ব্যবস্থা, পুরো পার্কের ভিতরে ল্যাম্প পোষ্ট, দিঘীর চারপাশে দেওয়াল তুলে পার্কটিকে সুরক্ষিত করা হচ্ছে। পুরো পার্কে ঘোরার জন্য টিকিট কেটে টয়ট্রেনটিতে ঘোরার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া, পার্কে শিশুদের জন্য দোলনা, স্লীপিং সহ আরো অন্যান্য খেলনার সামগ্রী বসানো হয়েছে। তথাকথিত ভাবে ইতিহাস বিজাড়িত গঙ্গারামপুর কালদিঘী পার্কের সৌন্দর্যায়নের জন্য আরো মানুষ ভীড় করবেন বলে আশাবাদী পৌরকতৃপক্ষ। এছাড়াও দিঘীটির ঘাটকে নতুন করে তৈরি করে বেধেঁ দেওয়া হয়েছে। তবে নতুন পার্কের সৌন্দর্যায়নের প্রতি কতটা আকর্ষীত হয় সেটা দেখবার। তবে এই শীতে পিকনিকের মরশুমে কালদিঘী পার্কে আবালবৃদ্ধবনিতরা ভীড় জমাচ্ছেন তা পার্কের সৌন্দর্যায়নের প্রতি আকৃষ্ট হয়ে এমনটা হচ্ছে বলে একাংশের দাবী। পাশাপাশি চলতি মাসে সরস্বতীপূজার আগের পার্কে প্রেমিকযুগলদের ভীড় বাড়বে তা বলাই বাহুল্য।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর