সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে বরাকেও কোমর কষে রাইজর দল
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২১ ২৩ ১১ ১০
বিজেপি সহ কংগ্রেস-ইউডিএফ-র যৌথ জোটকে দস্তুরমতো তীব্র ভাষায় তুলোধুনো করলেন রাইজর দলের কাছাড়,হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার কর্মকর্তারা। আসন্ন নির্বাচনে দলটি যে প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল সহ অন্যান্যদের চিন্তার কারণ হয়ে দাড়াবে তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বুধবার বদরপুরে রাইজর দলের ডাকা এক সাংবাদিক সম্মেলনে নেতাদের কন্ঠে শোনা গেল প্রত্যয়ের সুর। তারা সম্মিলিতভাবে জানালেন মূল উদ্যেশ্য বিজেপিকে পরাস্ত করা। শুধু তা-ই নয়,কংগ্রেস ও ইউডিএফকেও সাম্প্রদায়িক দল বলে আখ্যায়িত করে ময়দানে এদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরোদস্তুর তৈরি বলে জানালেন দলের জেলাস্তরের কর্মকর্তারা। তাদের বক্তব্য, বদরউদ্দিনের এআইডিইউএফ একটি আগাগোড়া সাম্প্রদায়িক দল। এই দলটি আসলে হচ্ছে বিজেপি দলের অক্সিজেন স্বরূপ।
রাইজর দলের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক মেহবুব আহমদ শুরুতেই শাসক বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই সরকার উন্নয়নের কথা ঘুণাক্ষরেও ভাবতে চায়না। সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে আখের গোছানোর মতলব তাদের। বরাকউপত্যকার কথা যদি বিবেচনা কর। বিস্তর এলাকা জবরদখলের প্রয়াস অব্যাহত রাখলেও সরকারের পক্ষে কোনও তৎপরতা নেই। শুধু হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক উস্কানিই হচ্ছে তাদের মূল হাতিয়ার। রাইজর দল মনে করে এই দেশ সবার। ভাষা-ধর্ম-জাতপাতের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে রাজ্যের উন্নয়নই রাইজর দলের কাম্য। তার সঙ্গে সুর মিলিয়ে অন্যান্য বক্তারাও শাসকদল সহ মহাজোটের মূল শরিক এআইডিইউএফের সাম্প্রদায়িক অভিসন্ধি সম্পর্কে সচেতন করেন। কংগ্রেস প্রসঙ্গে রাইজর দলের নেতারাও প্রশ্ন তোলেন। বলেন, সাম্প্রদায়িক রাজনীতি-বিরোধী বলে নিজেকে জাহির করলেও বদরউদ্দিনের সঙ্গে হাত মেলানোর মধ্য দিয়েই পরিস্কার যে, কংগ্রেসও ভেতরে ভেতরে একই রাজনীতির দোসর। বিজেপির মোকাবিলায় কংগ্রেস-এআইডিইউএফ-র মহাজোটের পরেও রাইজর দল যেসব আঞ্চলিক দল নিয়ে বিকল্প জোট করছে, তাতে আখেরে বিরেধীদের মধ্যে খেয়োখেয়িতে বিজেপির হাত শক্ত হচ্ছে কি-না, এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ও জেলাস্তরের নেতারা সাংবাদিকদের বলেন, রাাইজর দলে যে সব জোটশরিক রয়েছে, তাদের মিলিত শক্তিই শাসক ও কংগ্রেস-এআইডিইউএফের মহাজোটকে পরাস্ত করবে। ব্রহ্মপুত্র উপত্যকায় রাইজর দল দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানিয়ে এখানেও জয়ের লক্ষ্যে দলটি চ্যালেঞ্জ হিসেবে প্রচার ও সাংগঠনিক ভিত মজবুত করার কাজ জোর কদমে চালিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে বরাক উপত্যকার তিন জেলায় কর্মী সম্মেলনের প্রস্তুতি জোরদার গতিতে এগোচ্ছে বলে জানান কর্মকর্তারা। বলেন, সে অনুযায়ীই আগামী ১১,১২ ও ১৩ ফেব্রুয়ারি যথাক্রমে হাইলাকান্দি, কাছাড় ও করিমগঞ্জ জেলা পর্যায়ের কর্মীসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া, আগামী ১০ দিনের মধ্যে ব্লক,পঞ্চায়েত ও বুথভিত্তিক কমিটি গঠণ করা হচ্ছে বলে জানান তারা। নেতারা বলেন, 'অসম বাঁচাও'স্লোগান নিয়ে গঠিত রাইজর দল বরাককে অধিক গুরুত্ব দিয়ে এখানকার উন্নয়নে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। সে জন্য সাংগঠণিক শক্তি বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। তাছাড়া দল আসন্ন বিধানসভা নির্বাচনে বরাকের পনেরোটি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। তবে ইতিমধ্যে প্রার্থী বাছাইয়ের কাজ মোটামুটি গুটিয়ে নিলেও তাদের নাম আপাতত প্রকাশ করতে অনিচ্চুক দলনেতারা।সাংবাদিক সম্মেলনে বক্তাদের মধ্যে ছিলেন রাইজর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরউদ্দিন লস্কর, সম্পাদক আব্দুল ওয়াহাব, সহ সম্পাদক সেরাম হিরাজিৎ সিংহ, করিমগঞ্জ জেলা সভাপতি বদরুল হক, কাছাড় জেলা সভাপতি রুকনউদ্দিন বড়ভুঁইয়া, করিমগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মনসুর আলম, কৃষক মুক্তি মোর্চার হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি সরিফউদ্দিন মাঝারভুঁইয়া।
- Poem - Your Hazelnut Eyes!!!!
- Poem - Life Is Melody
- একগুচ্ছ কবিতা
- Poem - Twilight
- Poem - Love in the Autumn Leaves
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- Poem - Missing the Sky
- Poem - Missing the Sky
- Poem - The Philosophy of the Eyes
- Poem - Silence
- Poem - When the Pen Abandons You
- POEM - LEAVE
- দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে ডোনাল্ড ট্র্যাম্প
দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে ডোনাল্ড ট্র্যাম্প - দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে ডোনাল্ড ট্র্যাম্প
দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে ডোনাল্ড ট্র্যাম্প - POEM - ARTIFICIAL INTELLIGENCE
- POEM - ARTIFICIAL INTELLIGENCE
- বিধায়ক ইমানী বিশ্বাসের আয়োজনে সপ্তাহব্যাপী নক আউট ফুটবল টুর্নামেন্ট ছাবঘাটি কে ডি বিদ্যালয় ময়দানে।
- POEM - WHY DO I DO ?
- Poem - Blood
- আগামী ৯- ই নভেম্বর জঙ্গিপুর সাংগঠনিক জেলার উদ্যোগে সম্প্রীতি সম্মিলনী সভাকে সামনে রেখে প্রস্তুতি সভা মুর্শিদাবাদের বহু চর্চিত নেতা বিপ্লবের
- আগামী ৯- ই নভেম্বর জঙ্গিপুর সাংগঠনিক জেলার উদ্যোগে বিজয়া সম্মিলনী ও সম্প্রীতি সভাকে সামনে রেখে প্রস্তুতি সভা ইমানি বিশ্বাসের
- সাগরদীঘিতে অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন এসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনা সভায় বিধায়ক বাইরন বিশ্বাস।
- বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করলো সামশেরগঞ্জের নতুন জীবন হাসপাতাল কর্তৃপক্ষ।
- Poem - I Flow Like A River
- POEM - FIREFLIES
- POEM - FIREFLIES
- POEM - BARBARIC MIRROR LIPS
- Poem - Bauhinia
- Poem - Silence
- POEM - LEAVE
- Poem - Missing the Sky
- Poem - Love in the Autumn Leaves
- Poem - When the Pen Abandons You
- Poem - Your Hazelnut Eyes!!!!
- Poem - Life Is Melody
- Poem - The Philosophy of the Eyes
- Poem - Twilight
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- একগুচ্ছ কবিতা
- Poem - Missing the Sky
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
- মৌলানা বদর উদ্দিন আজমলকে উষ্ণ অভিনন্দন জানালেন বিধায়ক আজিজ