ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

শিশু দিবস পালন

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০ ০৯ ০৯ ৫৫  

করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে শিশু দিবস পালন করল নিমতৌড়ী হোমের আবাসিকরা
১৪ই নভেম্বর জওহরলাল নেহেরুর জন্ম দিন। এই দিনটি শিশু দিবস হিসেবে পালন করা হয়। পঃ বঃ শিশু অধিকার আয়োগ ও শিশু অধিকার কমিশনের নির্দেশে রাজ্যে সকল জুভেনাইল হোমগুলোতে সপ্তাহব্যপি শিশুদের নিয়ে নানা অনুষ্ঠান হত। শিশু অধিকার বিষয় গুলো নিয়ে সেমিনার, আলোচনা - সচেতনতা মূলক নানা অনুষ্ঠান হত কিন্তু এবছর করোনা আবহওয়া থাকার জন্য সেরকম কোন নির্দেশ না এলেও নিমতৌড়ী হোমের জুভেনাইল হোমের শিশুদের নিয়ে হোমের দিদিরা এই দিনটি অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করে গীতাঞ্জলি সাংস্কৃতিক সদনে। সকাল থেকে সাজ সাজ রব, বাচ্চাদের অত্যন্ত প্রিয় বেলুন, ফুল দিয়ে সাজানো হয়। জওহরলাল নেহেরুর গলায় মালা পরিয়ে শাঁখ বাজিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা হয়। শিশু দিবসের শুভ সূচনা করেন হোমের শিশু কল্যান আধিকারীক দেবশ্রী ত্রিপাঠী ব্যানার্জী, হোমের সুপার সঞ্চিতা গিরি, সুদেষ্ণা মাইতি, আল্পনা মাইতিরা উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক যোগেশ সামন্ত - শিশুদের নিয়ে গান, নাচ, আবৃতি, ছড়া বলার সাথে সাথে শিশুদের অধিকার ও হোমের কর্মীদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা হয় এদিন। হোমের আবাসিক দিব্যাঙ্গরাও অংশগ্রহন করে এদিন অনুষ্ঠানে। মিষ্টি মুখ, খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে হৈ-হুল্লোর করে এদিনর অনুষ্ঠান শেষ হলেও আগামী ১৯ শে নভেম্বর শিশু তুমি যেমন পারো তেমন করো প্রতিযোগীতার আয়োজন রাখা হয়েছে বলে সুপার সঞ্চিতা গিরি ও সুদেষ্ণা মাইতিরা জানান। সে দিনই সফল প্রতিযোগীদের পুরস্কার দেওয়ার অনুষ্ঠান রাখা হয়েছে।
নিমতৌড়ী হোমে প্রায় ৪০ জন শিশু পঃ বঃ শিশু অধিকার আয়োগের আর্থিক সহায়তায় শিশুদের যত্ন-সুরক্ষা, পরিচর্যা ও অধিকার দিয়ে মানুষ করে তোলাই হোমের কর্মীদের লক্ষ আর সেই লক্ষে এগিয়ে চলেছি বলে জানান সংস্থার সাধারন সম্পাদক যোগেশ সামন্ত।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর