ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

মিল্লি আলামীন কলেজে অনুষ্টিত হল কারবালার বার্তা শীর্ষক সর্ব ধর্ম সেমিনার

মোঃ ইজাজ আহামেদ

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪ ১৪ ০২ ২৩  

মিল্লি আলামীন কলেজে অনুষ্টিত হল কারবালার বার্তা শীর্ষক সর্ব ধর্ম  সেমিনার
মোঃ ইজাজ আহামেদ

কলকাতা, ১৮ আগস্ট: আলোর দিশা সোসাল ওয়েলফেয়ার ফাউন্ডেশান ও নূরুল ইসলাম একাডেমীর যৌথ প্রায়াসে কলকাতা মিল্লি আলামীন কলেজের অডিটরিয়ামে সর্ব ধর্ম গুণীজনের সমাবেশে একটি সেমিনার  "ম্যাসেজ অফ কারবালা" অনুষ্টিত হলো। শান্তি, ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নয়ন সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও পূবের কলম-এর সম্পাদক আহমদ হাসান ইমরান, মওলানা আজাদ কলেজের আরবী বিভাগের প্রধান  অধ্যাপক  ড. সৈয়দ শাহ মুস্তাফা মুরসেদ জামাল আল কাদেরী, বৌদ্ধ ধর্মগুরু ভেন বুদ্ধারক্ষিতা, কলকাতা হাইকোর্টের আইনজীবী জগী প্রতিক মজুমদার, মেদিনীপুর রাজা আকদাসের সৈয়দ শাহ মুতারসিদ আলী আল কাদরী, রয়েড স্ট্রিট জমা মসজিদে পেশ এমাম মওলানা সাব্বির আলী মিশবাহী,  আল মুস্তাফা বিশ্ববিদ্যালয় ইরানের প্রাক্তন অধ্যাপক ও নূরুল  ইসলাম একাডেমীর প্রেসিডেন্ট মওলানা ড. রিজওয়ানু সালাম খান, কাদরী টাইমস পত্রিকার সম্পাদক সৈয়দ মিনহাজ আল হুসেইনী,  'সত্যের পথে' পত্রিকার সম্পাদক মুস্তাক আহমদ, গোলাম মোস্তফা পাবলিক ইস্কুলের কর্ণধার মহঃ জাহাঙ্গীর।
প্রত্যেকেই হজরত এমাম হোসেইন (আঃ) এর মহৎ আদর্শ ও ন্যায় দৃষ্টি,  কারবালার প্রান্তরে যে অন্যান্য ও হিংসার বিরুদ্ধে প্রতিরোধ করে সপরিবার শহীদ হন করবলার তপ্ত ভূমিতে তা আলোকপাত করেন।এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ভালোবাসা মানববন্ধনের আলোচনা হয়। এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিততিতে  এই মনোজ্ঞ সেমিনারে  'সত্যের পথে'  পত্রিকার প্রকাশ হয়।  অনুষ্ঠানের শেষে জেলা থেকে আগত অর্ধশতাধিক ব্যক্তিদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। পরিশেষে শান্তি সম্প্রীতি বিশ্ব শান্তি জন্য বিশেষ প্রার্থনা করেন অধ্যাপক ড. সৈয়দ শাহ মুস্তাফা মুরসেদ জামাল আল কাদেরী সহ উপস্থিত সকলে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর