ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

তমলুকে মদ দোকানের লাইসন্সে বাতিলের দাবীতে থানায় বিক্ষোভ মদ বিরোধী

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০ ১৯ ০৭ ১৪  

 অরিজিৎ মাইতি, পূর্ব মেদিনীপুর

তমলুকের রত্নালীতে মদ দোকানের লাইসেন্স বাতিলের দাবীতে দলমত নির্বিশেষে নাগরিকদের গড়ে ওঠা মদ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে তমলুক থানার ও সি এবং সি আই-এর কাছে রত্নালী থেকে মিছিল করে, এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করেন।  তমলুকের রত্নালী এলাকায় দুটি লাইসেন্সপ্রাপ্ত মদ দোকান বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন, প্রতিবাদ, গণস্বাক্ষর সংগ্রহ,মিটিং, মিছিল, নানান স্তরে ডেপুটেশন সহ বিভিন্ন ভাবে কর্মসূচি চলছে। এর দরুণ একটি মদের দোকান বন্ধ হয়েছে। আরেকটি মদ দোকান (সঙ্গম বার কাম রেস্টুরেন্ট,জেলা রেজিষ্ট্রী অফিসের বিপরীতে) বারেবারে খোলার চেষ্টা করছে। এলাকার মা-বোনেদের নিরাপত্তার স্বার্থে এবং আইন-শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়। সে জন্য তারা প্রশাসনের কাছে বারে বারে দাবি জানিয়ে এসেছে। এই দোকানটি বন্ধ করার জন্য। খবরে প্রকাশ, সম্প্রতি দোকানটি আবারও খোলার চেষ্টা করছে, সমাজবিরোধীদের যোগসাজশে। এতে এলাকার জনগণ ব্যাপক ক্ষোভে ফেটে পড়ছে।  

  আবার সম্প্রতি এই জেলার কাঁথির ভাজাচাউলিতে জনসাধারণের প্রতিবাদের দরুন একটি মদ দোকানের লাইসেন্স বাতিল করা হয়েছে,প্রশাসনের উদ্যোগে। নাগরিক কমিটির

যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, কমিটির কার্যকরী সদস্য নিতাই চন্দ্র প্রামাণিক, কমিটির সদস্য সূর্য চক্রবর্তী, শিক্ষক শম্ভু মান্নরা বলেন- তমলুক থানার ও সি এবং সি আই কাছে দাবি জানিয়েছি, এলাকায় মা-বোনেদের নিরাপত্তার স্বার্থে এবং আইন-শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেই জন্য এলাকায় দীর্ঘ আন্দোলন প্রতিবাদ চলছে। এর পাশাপাশি তিনি বলেন,বারে বারে দোকান খোলার চেষ্টায় জনগণ ক্ষুব্ধ।  তাই জনসাধারণের প্রতিবাদে কেন এই দোকানের লাইসেন্স বাতিল করা হচ্ছে না! আমরা দাবি করছি, অবিলম্বে কাঁথির মতো রত্নালীর মদ দোকানের লাইসেন্স অবিলম্বে বাতিল করা হোক। দোকানটির লাইসেন্স বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর