ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

উত্তর মালদার বই মেলা হচ্ছে না চাঁচলে

উজির আলি

প্রকাশিত: ২ মার্চ ২০১৯ ১৪ ০২ ৩০  

ফেব্রুয়ারী মাস বাঙালির এক মূল্যবোধ মাস|

 যে মাসে ভাষার জন্যে জীবন দিয়েছেন বহুজন|
বিশ্বে এ এক বিরল ইতিহাস বাঙালির স্বাধিকার আদায়ের সংগ্রামের সূচনা|
 এই ফেব্রুয়ারী মাসে, চেতনার পরশ বুলিয়ে ফেব্রুয়ারিতে উৎসবের আমেজ এনে দেয় এই বাংলার বইমেলা|
এই মেলা এখন বাঙালির প্রাণের মেলা |
বইমেলা অনুষ্ঠিত হয় সাধারনত ফেব্রুয়ারী মাসে|
 চাঁচোলের বই প্রেমিকরা সারা বছর অপেক্ষা করেন  এই মাসের জন্য|
তবে চাঁচলে এবছর হচ্ছে না বইমেলা বিভিন্ন কারণে|
 ২০০২ সাল থেকে,টানা ১৬ বছর ধরে উত্তর মালদার বইমেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয় চাঁচোলের
কুমার শিবপদ ক্লাব ও লাইব্রেরি প্রাঙ্গনে |
গত বছরও ২৩ সে ফেব্রুয়ারী থেকে ১ লা মার্চ সাতদিন ধরে সাংস্কৃতিক, নৃত্য, নাট্য ও আবৃতি এবং নানা ধরণের ভাষায় রচিত বিখ্যাত লেখকদের পাঠ্যপুস্তক প্রদর্শনীতে, সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়েছিল চাঁচোলের বইমেলা উৎসব|
কিন্তু এবছর তা দেখা দিলো না|
সমগ্র উত্তর মালদা ,বিশেষ করে চাঁচল মহকুমার গর্ব ও অলংকার হলো চাঁচলে অনুষ্ঠিত উত্তর মালদা বইমেলা উৎসব|
বিগত ১৬ বছর ধরে এই বইমেলা হয়ে আসছে চাঁচলে|
কিন্তু এবছর তা হলো না|
কেন হলো না তা একটু বিশ্লেষণ করা দরকার|
 গত ২০১৮ সালে বইমেলা বেশ ভালোই অনুষ্ঠিত হয়ে ছিলো| যদিও কোনো কোনো অভিযোগ ছিলো মেলা কমিটির সদস্যদের|সে তো থাকবেই, সমস্যা থাকলে তাকে সমাধান করে এগিয়ে তো চলতে হবে|
 সেটাই তো আমরা সর্বোপরি জানি|
কিন্তু এবছর বইমেলা না হবার মূল কারণ হচ্ছে, স্বচ্ছতার অভাব |
বিগত কয়েক বছর ধরেই এই অভিযোগ উঠেছে| কিন্তু তবুও স্বচ্ছতার উপর জোর দেয় কমিটির সদস্যরা|
তবেই সব সদস্যরা  মেলার প্রতি দায়িত্ববোধ পালন করতো| যেমন মহসিন মাস্টার, সাবিরুল ইসলাম বুলবুল মাস্টার ও হাসিনুর জামাল প্রমুখ |
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে, প্রবাদ বাক্যের মতো এবারও একই পরিস্থিতি|
যারা কমিটির দায়িত্বে ছিলেন ,তারা হিসেব নিকাশ সম্পূর্ণ করে সকলের কাছে তুলে ধরতে
পারেন না|  এতে কমিটির অনেক সদস্য দুঃখ্য ও অভিমানে এবার বইমেলায় আর ঝোক দেয়নি| তাছাড়া কমিটির সদস্য বুলবুল মাস্টার বলেন, এবছর ১২ ই ফেব্রুয়ারী থেকে মাধ্যমিক 
ও ২৬ সে ফেব্রুয়ারী থেকে উচ্চ মাধ্যমিক শুরু হওয়ায়,ছাত্রছাত্রীদের কথা ভেবে ,ও সামনে আসন্ন লোকসভা নির্বাচন, এবং আরো বিশেষ কারণে বই মেলা এবছর
আর করা গেলো না |
এতে আমরা চাঁচোলবাসীর কাছে খুবই দুঃখিত|
 বইমেলা কমিটির স্মরণিকা সদস্য হাসিনুর জামাল বলেন ,
আমার মতে এই বইমেলা হলো চাঁচল মহকুমার ছোট বড় সকল ছাত্রছাত্রীদের একটা মঞ্চ |
যেখানে তারা তাদের ক্ষমতাকে সকলের সামনে তুলে ধরতে পারে|
এবং সকল মানুষের বিনোদন সর্বোপরি মানুষ যখন বই বিমুখ হয়ে যাচ্ছে,সেখানে এই বইমেলায় পারে সকলকে বইমুখ করতে| এটা শিক্ষা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে|
তবে এবার আর হবে না মনে হয় চাঁচোলের বইমেলা| সামনে বছর হবে আশা করি|

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর