ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫   আষাঢ় ৩০ ১৪৩২   ১৯ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সাগরদিঘির বিধায়ককে প্রকাশ্যে আক্রমণ, শোকজ ব্লক তৃণমূল সভাপতি নুর মেহবুবকে

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ০৯ ০৯ ৪০   আপডেট: ১৪ জুলাই ২০২৫ ০৯ ০৯ ৪০

সাগরদিঘির পাটকেলডাঙায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসকে প্রকাশ্যে আক্রমণ করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এলেন সাগরদিঘী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নুর মেহবুব। তাঁর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা।সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে নুর মেহবুব অভিযোগ করেন, “সাগরদিঘীকে দ্বিতীয় ভাঙ্গড় বানানোর চেষ্টা করছেন বিধায়ক। নাচ-গান নিয়ে সভা করে রাজনীতি হয় না। বাবার টাকা থাকলেই কি রাজনীতি করা যায়?” তিনি আরও বলেন, “নিজের ব্যবসার স্বার্থে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন বায়রন বিশ্বাস। তিনি তৃণমূল দলটিকে ভাঙার ষড়যন্ত্রে নেমেছেন।”বিধায়কের বিরুদ্ধে এমন প্রকাশ্য কটাক্ষে চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। এই ঘটনার কথা জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানো হলে, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি খলিলুর রহমানের পক্ষ থেকে ব্লক সভাপতি নুর মেহবুবকে শোকজ করা হয়েছে।রবিবার পাঠানো চিঠিতে বলা হয়েছে, তিন দিনের মধ্যে লিখিতভাবে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে কঠোরতম দলীয় ব্যবস্থা নেওয়া হবে। শোকজ নোটিশে স্পষ্ট বলা হয়েছে, নুর মেহবুবের মন্তব্য দলবিরোধী আচরণ হিসেবে বিবেচিত হবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর