ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

টানটান উত্তেজনায় সম্পন্ন নিমতিতা প্রিমিয়ার লিগ ক্রিকেট

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৫ ২১ ০৯ ১৩  

হাজার হাজার দর্শকদের মধ্য দিয়ে  সম্পন্ন হলো   আহাসান ফ্রেন্ডস ক্লাবের আয়োজিত নিমতিতা প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ। এদিন জাতীয় সঙ্গীত, পায়রা উড়িয়ে ,নৃত্য  পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়।ফাইনাল ম্যাচে  শহিদুল ফ্যান ক্লাব একাদশ  টসে জিতে ১৪ ওভারে  ৭৪ রানের লক্ষ্যে পৌঁছয় । অন্যদিকে ৭৫ রানের  জয়ের লক্ষ্যে  নামেন MT ট্রেডার্স এর ব্যাটাররা  ১১.৪ ওভার  খেলে জয়ের জন্য ৭৫ রান তুলে চ্যাম্পিয়ন MT ট্রেডার্স । এদিনের ফাইনাল ম্যাচে   দুর্দান্ত  বোলিং  করে ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন সাটনার।  ওপরদিকে NPL প্রিমিয়ার লিগে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন তাপিস  ।শীতের প্রাক্কালে  NPL ক্রিকেট টুর্নামেন্ট কে  ঘিরে ব্যাপক উম্মাদনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এদিনের ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল কে ঘিরে   হাড্ডাহাড্ডি লড়ায়ে নিমতিতা ফুটবল ময়দানে  ক্রিকেটপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় ।আহাসান ফ্রেন্ডস ক্লাবের এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমতিতা  প্রিমিয়ার লীগের পৃষ্ঠপোষক  আহাসান আলী, জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অবাইদুর রহমান ওরফে সিটু,ইয়াকুব, নৌসাদ,ক্লাবের সদস্যগণসহ এলাকার বিশিষ্টজনেরা।এদিকে জমজমাট খেলায়  MT ট্রেডার্স টিম জয়ী হতেই কার্যত উচ্ছাসে ভেসে উঠেন সমর্থকরা। NPL  টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জয়ী এবং রানার্স টিমকে সংবর্ধিত ও  চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকার চেক ও রানার্স দলকে ৭০০০০  হাজার টাকার চেক তুলে দেওয়া হয় । সবমিলিয়ে হাজার দর্শকের উপস্থিতিতে  নিমতিতা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট কার্যত জমজমাট হয়ে উঠে। দর্শকদের যে উন্মাদনা তাই স্পষ্ট যে ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত করে*

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর