ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

সামসেরগঞ্জের গঙ্গা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জঙ্গিপুরের মহকুমা শাসক একাম জি সিং।

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪ ০২ ০৪  

সামসেরগঞ্জের গঙ্গা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জঙ্গিপুরের মহকুমা শাসক একাম জি সিং। শনিবার দুপুরে সামসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধকে সঙ্গে নিয়ে সামশেরগঞ্জের দেবীদাসপুর, ঘনেশ্যামপুর, মহেশটোলা, প্রতাপগঞ্জ, শিকদারপুর, লোহরপুর, নিমতিতা এলাকা ঘুরে দেখেন তিনি। কথা বলেন স্থানীয় জন প্রতিনিধি, সাধারণ মানুষ ও ভাঙনে সর্বহারাদের সঙ্গে। ভাঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি গঙ্গার জলস্তর এবং আরো অন্যান্য বিষয়ে পর্যালোচনা করেন। জরুরী ভিত্তিতে ভাঙ্গন কবলিত মানুষ এবং এলাকার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন জঙ্গিপুরের মহুকুমা শাসক। উল্লেখ করা যেতে পারে, অন্যান্য বছরের মতো এবছরও বিগত কয়েকদিন থেকে সামসেরগঞ্জের লোহরপুর, শিকদারপুর, প্রতাপগঞ্জ এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙ্গন লক্ষ করা যায়। ভাঙ্গনের গর্ভে ক্রমশ তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়িঘর। স্বাভাবিক কারণেই আতঙ্কিত হয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন এলাকাবাসীরা। তাদের আশ্রয়ের স্থল টুকু হারিয়ে যেন অসহায়ত্বের জীবন অতিবাহিত করছেন। এরই মধ্যে গঙ্গার জলস্তর বৃদ্ধিতে আরো আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। যদিও শুক্রবার থেকেই গঙ্গার জলস্তর অনেকটাই কমেছে। শনিবার নদীর জলস্তর সহ ভাঙনের অবস্থা ও এলাকাবাসীর দুর্বিষহ অবস্থা খতিয়ে দেখেন জঙ্গিপুরের মহকুমা শাসক একাম জি সিং।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর