ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

নক্সবন্দী মোজদ্দেদী (রঃ) বার্ষিক ঊরুছ

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯ ১০ ১০ ৫৯  

বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করে শিরণী বিতিরণের মাধ্যমে মহফিলের সমাপ্তি

বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করে শিরণী বিতিরণের মাধ্যমে মহফিলের সমাপ্তি


হাজার হাজার মানুষের উপস্থিতিতে   পীর মৌলানা আয়ুব আলী নক্সবন্দী মোজদ্দেদী (রঃ) বার্ষিক ঊরুছ মহফিল সম্পন্ন । আউলিয়ায়ে ক্বেরামগণের আদর্শ গ্রহণের আহ্বান আল্লামা ছারিমুলের । আসাম মাদ্রাসা বোর্ডের সিলেবাস পরিবর্তনের তীব্র বিরোধিতা ঊরছ মহফিলে।
আউলিয়ে কেরামগণের দ্বারা যুগে যুগে ইসলাম প্রচার হয়েছে তাই হক্কানী আউলিয়ায়ে কেরামগণের সংস্পর্শে এসে ওনাদের আদর্শ গ্রহণের আহ্বান জানালেন বিভিন্ন উলামায়ে কেরামগণ ।গত রবিবার হাইলাকান্দি শহরের  কাটলিছড়া বাসস্ট্যান্ড ঈদগাহ ময়দানে নক্সবন্দী মোজাদ্দেদী তরিকার অন্যতম পীর শাহছুফি মৌলানা আয়ুব ছাহেব (রঃ) ঊরুস মহফিলে এই কথাগুলো বলেন বিভিন্ন বক্তাগণ । সভায় সভাপতির ভাষণে উত্তর পূর্বাঞ্চল আহলে ছুন্নত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা আনছারে মিল্লত আল্লামা ছারিমুল হক সাহেব আসাম মাদ্রাসা বোর্ডের সিলেবাস পরিবর্তনের তীব্র বিরুধীতা করেন ,তিনি বলেন এই সিদ্ধান্ত মাদ্রাসা শিক্ষা ধ্বংস করার এক ষড়যন্ত্র তাই তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান।হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার অবসর প্রাপ্ত অধ্যক্ষ আরও বলেন যে, বর্তমানে এন আর সির নাম সংশোধন চলছে তাই সকলকে নাম সংশোধন করার আহ্বান জানান ।তার পাশাপাশি প্রত্যেক উপস্থিত প্রত্যেকে সৎ চরিত্র ও আদর্শবান হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন ।তিনি বলেন মানুষের চরিত্র ,আদব হল মূল তাই প্রত্যেককে মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে ভাই ভাই হিসেবে চলার আহ্বান জানান।
এই মহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ তথা শিলচর আলিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মৌলানা নুরুল হক সাহেব সহ বরাক উপত্যকা ও বাংলাদেশের বিভিন্ন উলামায়ে কেরামগণ ।
সবশেষে তরিকতের খতম  ও মিলা শরিফ পাঠ করে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করে শিরণী বিতিরণের মাধ্যমে মহফিলের সমাপ্তি হয় ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর