ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

উত্তর নারাইনপুর ফেরী ঘাট সেতুর কাজ বন্ধ

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯ ২৩ ১১ ১৫  

উত্তর নারাইনপুর ফেরী ঘাট সেতুর কাজ বন্ধ বিধানসভায় উত্তাপন করার দাবি

উত্তর নারাইনপুর ফেরী ঘাট সেতুর কাজ বন্ধ বিধানসভায় উত্তাপন করার দাবি

উত্তর নারাইনপুর ফেরী ঘাট সেতুর কাজ বন্ধ বিধানসভায় উত্তাপন করার দাবি। হাইলাকন্দি জেলার আলগাপুর সমষ্টির অন্তর্গত নারাইনপুর বাজার ফেরী ঘাটে প্রায় ১৪ কোটি টাকার  সেতু বিগত কংগ্রেস সরকারের আমলে অনেক আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিল্যান্নাস করা হয়েছিল। আজ প্রায় তিন চার বছর অতিক্রান্ত হওয়ার পর সেতুর কাজ অর্ধ সমাপ্ত তাই বরাক ডেভলপামেন্ট পরিষদ ও এলাকা বাসীর পক্ষ থেকে বিধানসভায় উত্তাপন করার দাবি জানানো হয়। কারন সেতুর কাজ বন্ধ হওয়ার পর অনেক বার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র ও দাবি করার পরও কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি।
আগামি বিধানসভা অধিবেশনে আমাদের আলগাপুরের সম্মানিত বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরীর দৃষ্টি আকর্ষন করে  বিনম্র অনুরোধ করছেন বিডিপি সংগঠন  যে যাহাতে আমাদের বৃহত্তর উত্তর নারাইনপুর , বর্ণিব্রিজ ও বক্রিহাওর বাসীর প্রতি সম্মান জানিয়ে এই দাবি বিধানসভায় করেন।
বর্তমানে সময়ে সেতুর  কাজ যদি না হয় তাহলে মাত্র দুই মাস পরে বর্ষা সময়ে  এমনিতেই কাজ করা সম্ভব হবে না। আমাদের এই তিন জিপির  ছাত্র ছাত্রীরাও অনেক রিক্স নিয়ে কাটাখাল নদী পার হতে হয়। আমরা  শুনেছি বিধানসভায় দাবী উত্তাপিত হলে বাদ্য হয়ে সরকারের কাজ করতে হয়।
এই সেতু নির্মাণ হলে শুধু নারাইনপুর বাসী উপকৃত হবেন এটা নয় সমস্ত জেলার মানুষের যাতায়াত ব্যবস্থা উন্নতি হবে কারন হাইলাকান্দি থেকে এই রাস্তায় শিলচরের দুরত্ব প্রায় ২৫ কিলোমিটার কমে যাবে। সঙ্গে আমাদের নারাইনপুর বাজারের রাস্তার ব্লকের কাজ পুনরায় আরম্ভ করার জন্য বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন।  
নারাইনপুর জিপির উন্নয়নের সার্তে এলাকা বাসীর পক্ষে উত্তর নারাইনপুর জিপির নব নির্বাচিত সভাপতি এম হিফজুর রাহমান লস্কর , বরাক ডেভলাপমেন্ট পরিষদের কার্যকরী সভাপতি আতাউর রাহমান বড়ভূইয়া এই দাবি জানান  ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর