ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ভ্যালেন্টাইনস ডে’তে ফুলের চাহিদা তেমন নেই!

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৪ ০২ ২৭  

শ্রীকৃষ্ণ মাইতি,অরিজিৎ মাইতি, পূর্ব মেদিনীপুরঃ ভ্যালেন্টাইনস ডে’র একদিন পরেই সরস্বতী পুজো। পাশ্চাত্য কায়দায় ভালোবাসার দিবস উদ্‌যাপনে গোলাপের ভূমিকা অস্বীকার করা যায় না। গত কয়েকবছর ধরে ভ্যালেন্টাইনস ডে উদ্‌যাপনের আগ্রহ বেড়েছে। বিশেষ করে অল্পবয়সিরাই এই বিশেষ দিনটি উপলক্ষে গোলাপ ফুল আদানপ্রদানে বেশি আগ্রহী। তাই প্রতি বছরই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ গোলাপ ফুলের চাহিদা বেড়ে যায়। সেইসঙ্গে এবার আবার ১৪ ফেব্রুয়ারি লাগোয়াই সরস্বতী পুজো। পূর্ব মেদিনীপুর জেলার রাধামণি এক ফুল ব্যবসায়ী জানান, এ বছর করোনার কারণে বিগত বছরগুলোর তুলনায় ফুলের যথেষ্ট চাহিদা কমেছে। 
 
মাসখানেক ধরে করোনার প্রকোপ কমায় বিভিন্ন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা রাজনৈতিক মিছিলে মানুষের ঢল নামছে। তাই এবছরেও ভ্যালেন্টাইনস ডে’তে প্রেমিক-প্রেমিকাদের রাস্তায় ঢল নামবে বলে ফুল ব্যবসায়ীরা মনে করছেন। 

যেকোনও পরিস্থিতিতেই গোলাপ ফুলের প্রতি মানুষের একটা আলাদা চাহিদা আছে। 
 ১৪ই ফেব্রুয়ারি সমস্ত ফুল গোলাপের দাম পাঁচ-টাকা দশ টাকা হারে বাড়িয়ে দেন, অনেক ব্যাবসায়ী। দেশি লাল গোলাপ ১০-১৫ টাকা, বেঙ্গালুরুর লাল গোলাপ ৫০-৬০ টাকা, দেশি হলুদ ১৫-২০ টাকা, বেঙ্গালুরুর হলুদ গোলাপ ৫৫-৬৫ টাকায় বিক্রি হবে। আর ফুলের তোড়া ৩০-৭০ টাকায় চার-পাঁচ ধরনের ফুল বিক্রি হবে।

সরস্বতী পুজোর সময়ে গাঁদা ও পলাশের দাম চড়চড় করে বেড়ে যায়। এই সময়টায় ফুল ব্যবসায়ীরা দোকানে বেশি করে ফুলও মজুদ করেন, ভালো ব্যবসার আশায়। ৬৫ বয়স্ক এক ক্রেতা  দেবব্রত মাইতি জানান, আমি ভালোবাসার মানুষটির জন্য গোলাপ নিয়েছি, যাতে আমাদের ভালোবাসা সারা জীবন অটুট থাকে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর