ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে বরাকেও কোমর কষে রাইজর দল

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২১ ২৩ ১১ ১০  

বিজেপি সহ কংগ্রেস-ইউডিএফ-র যৌথ জোটকে দস্তুরমতো তীব্র ভাষায় তুলোধুনো করলেন রাইজর দলের কাছাড়,হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার কর্মকর্তারা। আসন্ন  নির্বাচনে দলটি যে প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল সহ অন্যান্যদের চিন্তার কারণ হয়ে দাড়াবে তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বুধবার বদরপুরে রাইজর দলের ডাকা এক সাংবাদিক সম্মেলনে নেতাদের কন্ঠে শোনা গেল প্রত্যয়ের সুর। তারা সম্মিলিতভাবে জানালেন মূল উদ্যেশ্য বিজেপিকে পরাস্ত করা। শুধু তা-ই নয়,কংগ্রেস ও ইউডিএফকেও সাম্প্রদায়িক দল বলে আখ্যায়িত করে ময়দানে এদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরোদস্তুর তৈরি বলে জানালেন দলের জেলাস্তরের কর্মকর্তারা। তাদের বক্তব্য, বদরউদ্দিনের এআইডিইউএফ একটি আগাগোড়া সাম্প্রদায়িক দল। এই দলটি আসলে হচ্ছে বিজেপি দলের অক্সিজেন স্বরূপ।

রাইজর দলের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক মেহবুব আহমদ শুরুতেই শাসক বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই সরকার উন্নয়নের কথা ঘুণাক্ষরেও ভাবতে চায়না। সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে আখের গোছানোর মতলব তাদের। বরাকউপত্যকার কথা যদি বিবেচনা কর। বিস্তর এলাকা জবরদখলের প্রয়াস অব্যাহত রাখলেও সরকারের পক্ষে কোনও তৎপরতা নেই। শুধু হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক উস্কানিই হচ্ছে তাদের মূল হাতিয়ার। রাইজর দল মনে করে এই দেশ সবার। ভাষা-ধর্ম-জাতপাতের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে রাজ্যের উন্নয়নই রাইজর দলের কাম্য। তার সঙ্গে সুর মিলিয়ে অন্যান্য বক্তারাও শাসকদল সহ মহাজোটের মূল শরিক এআইডিইউএফের সাম্প্রদায়িক অভিসন্ধি সম্পর্কে সচেতন করেন। কংগ্রেস প্রসঙ্গে রাইজর দলের নেতারাও প্রশ্ন তোলেন। বলেন, সাম্প্রদায়িক রাজনীতি-বিরোধী বলে নিজেকে জাহির করলেও বদরউদ্দিনের সঙ্গে হাত মেলানোর মধ্য দিয়েই পরিস্কার যে, কংগ্রেসও ভেতরে ভেতরে একই রাজনীতির দোসর। বিজেপির মোকাবিলায় কংগ্রেস-এআইডিইউএফ-র মহাজোটের পরেও রাইজর দল যেসব আঞ্চলিক দল নিয়ে বিকল্প জোট করছে, তাতে আখেরে বিরেধীদের মধ্যে খেয়োখেয়িতে বিজেপির হাত শক্ত হচ্ছে কি-না, এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ও জেলাস্তরের নেতারা সাংবাদিকদের বলেন, রাাইজর দলে যে সব জোটশরিক রয়েছে, তাদের মিলিত শক্তিই শাসক ও কংগ্রেস-এআইডিইউএফের মহাজোটকে পরাস্ত করবে। ব্রহ্মপুত্র উপত্যকায় রাইজর দল দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানিয়ে এখানেও জয়ের লক্ষ্যে দলটি চ্যালেঞ্জ হিসেবে প্রচার ও সাংগঠনিক ভিত মজবুত করার কাজ জোর কদমে চালিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে বরাক উপত্যকার তিন জেলায় কর্মী সম্মেলনের প্রস্তুতি জোরদার গতিতে এগোচ্ছে বলে জানান কর্মকর্তারা। বলেন, সে অনুযায়ীই আগামী ১১,১২ ও ১৩ ফেব্রুয়ারি যথাক্রমে হাইলাকান্দি, কাছাড় ও করিমগঞ্জ জেলা পর্যায়ের কর্মীসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া, আগামী ১০ দিনের মধ্যে ব্লক,পঞ্চায়েত ও বুথভিত্তিক কমিটি গঠণ করা হচ্ছে বলে জানান তারা। নেতারা বলেন, 'অসম বাঁচাও'স্লোগান নিয়ে গঠিত রাইজর দল বরাককে অধিক গুরুত্ব দিয়ে এখানকার উন্নয়নে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। সে জন্য সাংগঠণিক শক্তি বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। তাছাড়া দল আসন্ন বিধানসভা নির্বাচনে বরাকের পনেরোটি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। তবে ইতিমধ্যে প্রার্থী বাছাইয়ের কাজ মোটামুটি গুটিয়ে নিলেও তাদের নাম আপাতত প্রকাশ করতে অনিচ্চুক দলনেতারা।সাংবাদিক সম্মেলনে বক্তাদের মধ্যে ছিলেন রাইজর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরউদ্দিন লস্কর, সম্পাদক আব্দুল ওয়াহাব, সহ সম্পাদক সেরাম হিরাজিৎ সিংহ, করিমগঞ্জ জেলা সভাপতি বদরুল হক, কাছাড় জেলা সভাপতি রুকনউদ্দিন বড়ভুঁইয়া, করিমগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মনসুর আলম, কৃষক মুক্তি মোর্চার হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি সরিফউদ্দিন মাঝারভুঁইয়া।  

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর