ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

কালিয়াচক ট্রাফিক সিগন্যাল ভেঙে পরে যানজটের নাকাল নিত্যযাত্রী

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০ ১৪ ০২ ৩২  

কালিয়াচক বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল উদ্বোধন হয়েছিল ২৯ শে জুলাই মালদা জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়ার উপস্থিতিতে,এছাড়াও উপস্থিত ছিলেন মোথাবাড়ি ও সুজাপুর বিধানসভার দুই এম.এল.এ।।
কলিয়াচক চৌরঙ্গী মোড়ে থানারোড দিয়ে বহু মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন। যান নিয়ন্ত্রণ করতে মালদা জেলার কালিয়াচকের চার মাথা মোড়ে ট্রাফিক সিগন্যাল লাগানো হয়েছিল মাস পাঁচেক আগে ।। সিগন্যাল লাগানোর পরে থেকেই তা একপ্রকার অচল ইলেকট্রিক গেলে ট্রাফিক ব্যাবস্থা পুরো ভেঙে পরে যার ফলে যানজটের নাকাল হয়ে পরে সাধারন নিত্যযাত্রী থেকে ট্রাফিক পুলিশ ।আবার আজকে লক্ষ্য করা যায় ট্রাফিক সিগন্যাল এর বৈদুতিক ল্যাম্পপোস্ট এর নিচের অংশ পুরো ভাঙা,সিমেন্ট বালির ভগ্নাংশ ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে,এই বৈদুতিক খুটি কখন কার উপরে পরে অঘটন ঘটে তারই অপেক্ষায়। ট্রাফিক সিগন্যালের এহনও অবস্থা দেখে ক্ষোভ বাড়ছে কলিয়াচক বাসীর মধ্যে।।
শহরের সব গুরু্বপূর্ণ রাস্তা গুলো মিলিত হয়েছে এখানে, কাজেই অনেক অসুবিধে ও অনেক প্রশাসনিক গাফলতির প্রশ্ন উঠছে ট্রাফিক সিগন্যাল ও ল্যাম্প পোস্ট নিয়ে 
এর দ্রুত সব কিছু সাভাবিক ও ঠিকঠাক করার এবং যানজট নিয়ন্ত্রণ করার দাবি জানাচ্ছেন কালিয়াচক বাসী ।।ট্রফিক পুলিশ  এর তরফ থেকে জানা যায় ট্রাকের ধাক্কায় এটি খসে পরেছে।।এই রাস্তা দিয়ে যখন তখন ভাড়ি মালপত্র নিয়ে নিয়ে ঢুকে পরে ট্রাক।।যেখানে সকাল থেকে রাত্রি ৯টা প্রর্যন্ত বড়ো গাড়ি ঢোকা বারন,সেখানে সন্ধ্যা বলে কি করে এই ব্যাস্ততম রাস্তায় ট্রাক ঢুকে পরলো তা কেও জানেন না।।ট্রাকটি কে আটক করে কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয়।কালিয়াচকবাসি হাবিব সেখ জানান "এই রাস্তায় আমরা যখন তখন দেখি বিভিন্ন ধরনের ট্রাক যখন তখন ঢুকে পরে,যার ফলে এই রাস্তায়ও যানযট এর সৃষ্টি হয়,আজ এই রাস্তা দিয়ে ট্রাকের আনাগোনার ফল চোখের সামনে দেখতে পেলাম আমরা"।তিনি আরও বলেন "প্রশাসন যেন তাড়াতাড়ি ব্যাবস্থা নেই এই ব্যাপারে এটাই"।।
এই ভাঙা ল্যাম্পপোস্ট কবে মেরামত হয় সেটা দেখার অপেক্ষায় কালিয়াচকবাসি।।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর