ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

সোনামুখী কৃষ্ণবাটি সার্বজনীন পুজোর এবারের থিম " করোনা সচেতনতা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০ ১৭ ০৫ ৫৯  

 সোনামুখীর অন্যান্য নজরকাড়া পুজোর মধ্যে কৃষ্ণবাটি সর্বজনীন পূজো অন্যতম । এ বছর তাদের পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করল । অন্যান্য বছর দর্শনার্থীদের জন্য থিমের চমক থাকে চোখে পড়ার মতো কিন্তু এ বছর ছবিটা অন্যরকম । বর্তমান কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে এবারে তাদের থিম " করোনা সচেতনতা "  আর এই থিম ইতিমধ্যেই জেলার নজর কেড়েছে ।

রাজ্য সরকার এবং মহামান্য হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে করোনা সম্পর্কে সাধারন মানুষদের মধ্যে আরো বেশি করে সচেতনতাবোধ তৈরি করতে তারা বিভিন্ন মূর্তির মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন । পাশাপাশি " সেফ ড্রাইভ সেভ লাইফ " নিয়ে সাধারণ মানুষকে সচেতনতা বার্তা দিয়েছেন কৃষ্ণবাটি সার্বজনীন পূজা উদ্যোক্তারা । এছাড়াও আধুনিকতার ছোঁয়া ফুটে উঠেছে তাদের ভাবাচিন্তায় , যেখানে দেখা যাচ্ছে বাড়ীর গৃহকর্ত্রী মোবাইলে ব্যস্ত এবং স্বামী ছেলেমেয়েদের স্নান করিয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি করছেন । সব মিলিয়ে তাদের এই সচেতনতামূলক বার্তা অত্যন্ত প্রশংসনীয় । এছাড়াও অন্যান্য বছরের মতো তারা 35 জন অসহায় দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন ও করোনা শিবির করা হয় পুজো উদ্যোক্তাদের তরফে । যেখানে 25 জনের লালারসের নমুনা সংগ্রহ করে সোনামুখী ব্লক স্বাস্থ্য দপ্তরের কর্মীরা । মহামান্য হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে প্যান্ডেলের সামনে নো এন্ট্রি বাফার জোন তৈরি করা হয়েছে এবং " নো মাক্স নো এন্ট্রি " নামক প্লাকার্ড দেওয়া হয়েছে । পুজো উদ্যোক্তাদের তরফে স্বাস্থ্যবিধি মেনে পুজোর আয়োজন এই মুহূর্তে সকলেরই নজর কারছে । 

রাজিব ঘোষ নামে এক দর্শনার্থী বলেন , কৃষ্ণবাটি সার্বজনীন পূজা উদ্যোক্তারা সাধারণ মানুষের উদ্দেশ্যে যে সচেতনতা মূলক বার্তা দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় । এর ফলে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে সচেতনতাবোধ তৈরি হবে ।

কৃষ্ণবাটি সর্বজনীন পুজো কমিটির সভাপতি সরূপ রায় আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান , সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাক্স পড়ে কিভাবে করোনা সচেতনতা বজায় রাখা যায় সে বিষয়ে সাধারণ মানুষদের বার্তা দিতেই এ বছর আমাদের থিম " করোনা সচেতনতা " । এর ফলে মানুষ আরো বেশি করে সচেতন হবেন বলেই তিনি মনে করেন ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর