ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

তৃণমূলের বুথ ভিত্তিক কর্মিসভা বল্লারপুরে

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০ ২০ ০৮ ২২  

ফরাক্কা:-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও ফরাক্কার ব্লক সভাপতি শেখ এজারাত আলী এবং ফরাক্কার কোওর্ডিনেটর হাবিব পারভেজের নেতৃত্বে আজকে অনুষ্ঠিত হলো বুথ ভিত্তিক কর্মিসভা ফরাক্কা বল্লারপুরে। আজকে এই বুথ ভিত্তিক কর্মিসভা উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি ও সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান, অরুণময় দাস সহ আরো একাধিক বিশিষ্ট ব্যক্তি জন।আজকে তৃণমূলের জেলা সভাপতি ও সাংসদ আবু তাহের খান ফরাক্কায় বুথ ভিত্তিক কর্মিসভা এসে জানান দলের মধ্যে থেকে কোনো ভাবে দল বিরোধী করা যাবে না, সামনে বিধানসভা ভোটে সবাই কে সাথে নিয়ে ভোট করতে হবে এবং ভোটের ফল ভালো করতে হবে।
 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর