ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

পুজার মুখে হাতির তান্ডবে মাথায় হাত লিসরিভারের কৃষকদের

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০ ২০ ০৮ ৫৪  

সংবাদদাতা,মালবাজার,১৭অক্টোবর। আনলকের  বাজারে পুজোর মুখে কৃষকদের এক মাত্র সম্বল জমির ধান খেয়ে নিলো হাতির দল। আর এতেই মাথায় হাত কৃষকদের। মাল মহকুমা এলাকার  লিস রিভার অঞ্চলের  ঘটনা। স্থানিয় কৃষক মহম্মদ দুলু, মনিষ ওড়াওদের বক্তব্য,  লক ডাউননের পর থেকে গ্রামের বহু মানুষ বাইরের কাজ হারিয়ে ঘরে ফিরে এসেছে। রুজিরোজগার বন্ধ হয়ে যাওয়ায় তারা জমিতে ধান লাগিয়েছিলো। ভেবে ছিলো এই ধান বিক্রি করে কোন মতে সংসার চালাবে কিন্তু সেই আশা মাটি হয়ে গেলো।  কারন শুক্রবার রাতে তারঘেরা জঙ্গল থেকে প্রায় ৬০-৭০ টির একটি হাতির দল  লিস রিভার, বাগ্রাকোট এলাকার ধানি জমিতে তান্ডব চালিয়ে প্রচুর ধান খেয়েছে এবং নষ্ট করেছে। রাতেই আমরা ট্রাক্টর দিয়ে হাতির দল কে জঙ্গলে পাঠাই। 

শনিবার দিন সকালে জমিতে এসে আমাদের মাথায় হাত। পুরো জমির ধান খেয়ে নিয়েছে হাতির দল। বহু কষ্টের ফসল সব লন্ডভন্ড করে দিয়েছে হাতির দল। তাই বাধ্য হয়ে বহু কৃষক জমির ধান কেটে ফেলছে। আমরা চাই এই ক্ষতির টাকা দেক প্রশাসন।  কারন বহু কষ্ট করে এই ধান লাগিয়েছিলাম আমরা। এখন কি নিয়ে বাচবো আমরা।এখন ধানে ফলন এসেছে। এই সময় হাতির দল ধানের লোভে প্রায়ই আসছে।    
এদিকে রাতের দিকে গ্রামের মানুষদের তাড়া খেয়ে হাতির দল অন্যত্র চলে গেলেও ভোরের দিকে লিস রিভার চাবাগান হয়ে আবার তারঘেরা জঙ্গলে ফিরে যায় হাতির দলটি বলে জানাগেছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর