মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে সর্বপ্রথম মুর্শিদাবাদের ফরা
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০ ০৫ ০৫ ৫৭ আপডেট: ৬ অক্টোবর ২০২০ ০৫ ০৫ ৫৭

*মুর্শিদাবাদ জেলা পরিষদের সর্বপ্রথম ফারাক্কায় টোল শুরু*
ফরাক্কা:-অভিজিৎ মন্ডল/- মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে সর্বপ্রথম মুর্শিদাবাদের ফারাক্কার বাহাদুরপুরের শুরু হলো গ্রামীণ রাস্তায় টোল। সরকারিভাবে গ্রামীণ রাস্তায় টোলের কাজ শুরু হওয়ায় বন্ধ হয়ে গেল শাসকদল তৃণমূল নেতাদের তোলাবাজি। টোল চালু হওয়ার আগে অবৈধভাবে বাহাদুরপুর রাস্তায় ৭০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত তোলা যায় করতো শাষক দল তৃণমূলের এক নেতার সাঁকরেদ গনেশ দাস ও নারায়ন সাহা । সরকারিভাবে টোল চালু হওয়ায় খুশি ট্রাক অ্যাসোসিয়েশনের মালিক থেকে সুরু করে চালকরাও। টোলের মালিক শায়ন বিশ্বাস জানালেন জেলা পরিষদের তত্ত্বাবধানে টেন্ডার এর ভিত্তিতেই বাহাদুরপুর টোলের কাজ পেয়েছি, সরকারি নিয়ম মোতাবেক কাজ চলছে। অবৈধভাবে বেশ কিছু রাজনৈতিক দলের নেতা তোলা আদায় করছিল সেই তোলা বন্ধ করে দেয় প্রশাষন। তোলা আদায় বন্ধ হয়ে যাওয়ার কারণে টোলের নামে মিথ্যা গুজব রটিয়ে বেড়াচ্ছে বেশ কয়েক জন তৃনমুল নেতার সাকরেদরা ।সরকারি নিয়োমে চলছে টোলের কাজ। জানা যায় মুর্শিদাবাদ জেলা পরিষদের আন্ডারে জেলার ২৮ টি গ্রামীন এলাকায় টোল বসানোর সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ সেই মতো জেলা পরিষদের তরফে টেন্ডার দেওয়া হয়। সরকারি কোষকার উন্নতির লক্ষে গ্রামীন জনগোষ্ঠীর এলাকায় মালবাহী গাড়িতে জেলা পরিষদ উদ্যোগ নেই বলে জানান এডিএম জেলা পরিষদ। গ্রামীন এলাকায় টোল চালু হতেই শুরু হয়েছে তোলাবাজি রাজ, তাতে নাম জড়ালো শাসক দলের নেতার যদিও টোল চালু হওয়ায় খুশি লরী চালক থেকে লরীর মালিকরা । ঝাড়খন্ড থেকে নিত্যদিন এই পথে প্রায় ৫০০- ৬০০ পাথর বোঝায় লড়ি যাতায়াত করে। টোল চালু হওয়ায় এখন থেকেই গাড়িতে টোল দিতে হবে ফাঁকা গাড়ি ৫০ টাকা, ৩০ টোন পর্যন্ত পন্য বাহী গাড়িকে দিতে হবে ১৪০ টাকা, অতিরিক্ত পন্য পরিবহনের জন্য দিতে হবে ২৪০ টাকা। তা ধার্য্য করা হয়েছে জেলা পরিষদের তরফে। গ্রামীন সড়কে টোল ট্যাক্স চালু হওয়ায় বছরের ৫.৯৪ কোটি টাকা আয় সম্ভব হবে বলে জানায় মুর্শিদাবাদ জেলা পরিষদ। ফরাক্কা লরী অ্যাসোসিয়েশনের সম্পাদক ফাইজুল হক জানান টোল চালু হওয়ায় আমরা খুশি, যদিও এই টোল বন্ধের জন্য শাসক দল বিরোধিতায় নেমেছে, এই টোল বন্ধের পক্ষে, যদিও এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন মস্তান বাহিনীদের দিয়ে জোড় পূর্বক বাহাদুরপুরের শ্যামলাপুরে ৭০০ থেকে ৯০০ টাকা তোলা আদায় করতো অবৈধ ভাবে। টোল ট্যাক্স চালু হওয়ায় লরী চালকেরা অবৈধ তোলা দিতে নারাজ। দিন কয়েক আগেই রাস্তায় নেমে অন্দোলন শুরু করে শাসক দলের নাম করে কয়েকজন তারা সকলেই সদ্য সিপিএম ছেড়ে তৃনমুল যোগদান কারি তৃনমুল নেতা অরুনময় দাসের সাকরেদ নারায়ন সাহা ও গনেশ, নারায়ণ ও গনেশ কে দিয়ে তোলা আদায় করতো তৃনমুলে সদ্য যোগ দেওয়া অরুনময় বলে দাবী লরী এসোসিয়েশনের। তারা আরো জানায় তোলা আদায় কারীদের পক্ষে প্রত্যাক্ষ মদত দিতো পুলিশ। লরী চালকদের অভিযোগ টাকা দিতে না চাইলে তোলা বাজরা পুলিশ প্রসাশনকে দিয়ে লরী আটক করে মোটা অঙ্কের টাকা দাবি করতো। টোল ট্যাক্স চালু হওয়ায় তোলা বাজি বন্ধ হয়েছে। গাড়ি চালক সাদিকুল সেখ বলেন সরকারি ভাবে টোল চালু হওয়ায় খুসি আমরা কারন মোটা টাকার তোলা দিতে হয়না।রাজনৈতিক দলের মস্তান বাহীনির তোলাবাজদের কার্ডের মাধ্যমে ৭০০ টাকা নিতো , জেলা পরিষদ টোল বসিয়ে আমাদের খুব ভালো করেছে মোটা টাকার তোলা দিতে হয়না ৩০ টোন পর্ষন্ত টোলে ১৪০ টাকা দিতে হয়। স্থানীয় বাসিন্দারা দের দাবী সিপিএম হিসাবে নাম ডাক ভালো ছিল অরুনময় দাসের তৃনমুলে যোগদান করে তার সাকরেদ লাগিয়ে তোলা বাজি সুরু করে দিয়েছেন বলে অভিযোগ । তৃনমুল পরিচালিত জেলা পরিষদ টোল বসাচ্ছে আর তা রুখতে আবার তারাই পথে বসছে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন বলেন, ‘পূর্ত দফতর যে রাস্তা বানায় তাতে খরচ হয় প্রতি কিলোমিটারে প্রায় ২ কোটি টাকা করে। রাস্তার ভার বহন ক্ষমতা থাকে প্রায় ৭০/৮০ টন পর্যন্ত। আর জেলা পরিষদ যে সব রাস্তা তৈরি করে সেই সব গ্রামীণ রাস্তা গড়তে বরাদ্দ থাকে প্রতি কিলোমিটারে মাত্র ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। সেই সব দুর্বল গ্রামীণ রাস্তায় ঢুকে পড়ছে পাথর বোঝাই ৭০ টনের ট্রাক। রাস্তা তৈরির পরই দু’দশ দিনেই ভেঙে যাচ্ছে বহু গ্রামীণ রাস্তা। ফলে গ্রামীণ রাস্তা টিকছে না।’’
রাজীব জানান, পঞ্চায়েতের বিধি নিয়মে যেহেতু জেলা পরিষদকে সে ক্ষমতা দেওয়া হয়েছে তাই আইনি জটিলতাও নেই। জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন বলেন, ‘‘গ্রামের মানুষ চান ভাল রাস্তা। ভারি যানের জন্যই গ্রামীণ রাস্তাগুলি খারাপ হচ্ছে। আবার ভারি যান না চলতে দিলেও মাল পত্রের জোগান ব্যাহত হবে। তাই বহু ভেবে চিন্তেই টোল বসানো হচ্ছে মালবাহী গাড়ির চলাচলে। কোনও বাইক, ব্যক্তিগত গাড়িকে সে টোল দিতে হবে না। টোল বসানো হয়নি কোনও সরকারি গাড়ি ও কৃষি পণ্যবাহী গাড়ির উপরও। কাজেই গ্রামের বাসিন্দা ও চাষিদের উপর কোনও চাপ পড়বে না। উল্টে তাঁরা আরও ভাল রাস্তাঘাট পাবেন।’ছরে টোল থেকে প্রায় ৫.৯৪ কোটি টাকা আয় সম্ভব হবে বলে পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়ন সংস্থা জুনে একটি প্রস্তাব পাঠায় জেলা পরিষদকে। সব ক’টি সড়কই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বরাদ্দ অর্থে নির্মাণ করা হয়েছে আগেই। নিয়ম মতো সড়কগুলি তৈরির পর থেকে ৫ বছর সেটি দেখভালের দায়িত্ব রাস্তার নির্মাণকারী সংস্থার। কিন্তু জেলায় এমন বহু রাস্তা রয়েছে, দীর্ঘ দিন সংস্কার হয়নি। ফলে চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থা বদলাতে চায় জেলা পরিষদ। আর তা থেকেই পণ্যবাহী যানে টোল বসানোর ভাবনা।
যে ২৮টি রাস্তাকে এই টোল ট্যাক্সের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলির মধ্যে আছে নবগ্রামের ও নওদার ৩ টি করে, ফরাক্কা, খরগ্রাম, বড়ঞা, ডোমকল, হরিহরপাড়া ও রানিনগর ১ ব্লকে ২টি করে রাস্তা। ১টি করে রাস্তা টোলের আওতায় আসছে সুতি ২, কান্দি, বেলডাঙা ১ ও ২, রঘুনাথগঞ্জ ১ও ২, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা ১ ও বহরমপুর ব্লকে।
- ফরাক্কায় চাঞ্চল্য! আবাসন থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, চিঠিতে লেখা— “Sorry... I am give up”
- অসুস্থ পরিবারের পাশে সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস
- গঙ্গার গ্রাসে বিলীন সামশেরগঞ্জ, চোখে জল মুর্শিদাবাদবাসীর
- পারিবারিক দ্বন্দ্বে সাজানো ছিনতাইয়ের নাটক! এক কোটি টাকার গয়না আত্মসাৎ করে চাঞ্চল্য বহরমপুরে
- রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে — ৮৬ গ্রাম হেরোইন ও ৫ লক্ষাধিক টাকাসহ এক ব্যক্তি গ্রেফতার
- বহরমপুরে অস্ত্র পাচার চক্রে বড়সড় সাফল্য! উদ্ধার ৮ আগ্নেয়াস্ত্র-১৬ ম্যাগাজিন, গ্রেফতার ৩
- হীরা, সোনা ও রূপার বৈচিত্র্যময় সংগ্রহ।
- পূর্ব মেদিনীপুরে ঝলমল কিসনা চাঁদিপুরে নতুন অধ্যায়ের সূচনা
হীরা, সোনা ও রূপার বৈচিত্র্যময় সংগ্রহ। - সাগরদিঘীতে ফের মানবিক উদ্যোগ বিধায়কের
- ভেজাল মসলার কারবার ফাঁস, সামশেরগঞ্জে পুলিশের বড়সড় অভিযান
- সামশেরগঞ্জ থানার উদ্যোগে, আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনি সচেতনতা ও প্রশাসনিক প্রস্তুতি
- সাগরদিঘীতে পুলিশের জালে দুই মাদক পাচারকারী, উদ্ধার গাঁজা।
- অস্ত্র পাচারচক্রের হদিস, পুলিশের জালে তিন দুষ্কৃতী সহ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- কালিয়াচক তিন নম্বর ব্লকে নতুন নেতৃত্ব, আসন্ন ভোটে নতুন সমীকরণ
- উপরাষ্ট্রপতি পদে ধনখড়ের উত্তরসূরি কে? সংসদ ভবনে ভোটগ্রহণ চলছে! এনডিএ এবং ‘ইন্ডিয়া’, কার পক্ষে কত ভোট
- জন্মদিনে অন্যরকম উদযাপন, সমাজসেবায় ব্যস্ত টলিউড অভিনেত্রী পায়েল সরকার।
- Poems
- Poem - Whispers from the Wood
- Poems
- বাংলা ভাষাভাষীদের উপর বৈষম্যের প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চের কর্মসূচি রঘুনাথগঞ্জে
- মালদায় এসটিএফ-এর ধাক্কা, বৈষ্ণবনগর থেকে উদ্ধার ২১ লক্ষ টাকার জালনোট
- হুমকি শ্রীরূপার, SIR না হলে বাংলায় হবে না ভোট
- মানসিক স্বাস্থ্য ও স্মার্টফোন আসক্তি নিয়ে বিশেষ অডিও-ভিসুয়্যাল শিবির বানারহাট হিন্দি কলেজে
- বুর্বন থানার এলাকায় দুঃসাহসিক ছিনতাই, এক অভিযুক্ত গ্রেপ্তার, লুট হওয়া সামগ্রী উদ্ধার
- সামসেরগঞ্জে গাঁজা পাচারকাণ্ডে চাঞ্চল্য, নাবালকসহ গ্রেপ্তার ৫
- পুলিশ দিবস: কালিয়াচক থানার দেড়শো বছর পূর্তি উদযাপন
- বিদুৎ পরিষেবার দাবিতে ফারাক্কর এএনটিপিসি গেটে বিক্ষোভ
- পুলিশ দিবসে আইসি সুব্রত ঘোষকে সম্মান জানালো মেরিলিবন ক্লাব ও তৃণমূল ছাত্র পরিষদ।
- ন্যাশনাল ফিট ইন্ডিয়া মিশন কালিয়াচক কলেজে
- ন্যাশনাল ফিট ইন্ডিয়া মিশন কালিয়াচক কলেজে
- অসুস্থ পরিবারের পাশে সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস
- বহরমপুরে অস্ত্র পাচার চক্রে বড়সড় সাফল্য! উদ্ধার ৮ আগ্নেয়াস্ত্র-১৬ ম্যাগাজিন, গ্রেফতার ৩
- রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে — ৮৬ গ্রাম হেরোইন ও ৫ লক্ষাধিক টাকাসহ এক ব্যক্তি গ্রেফতার
- পারিবারিক দ্বন্দ্বে সাজানো ছিনতাইয়ের নাটক! এক কোটি টাকার গয়না আত্মসাৎ করে চাঞ্চল্য বহরমপুরে
- গঙ্গার গ্রাসে বিলীন সামশেরগঞ্জ, চোখে জল মুর্শিদাবাদবাসীর
- ফরাক্কায় চাঞ্চল্য! আবাসন থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, চিঠিতে লেখা— “Sorry... I am give up”
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
- নারী পাচার চক্রের চাঁই প্রেমা দেবী গ্রেফতার
- আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের