ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

বদরপুর; মধ্য হাইলাকান্দি আসনে কংগ্রেস-এআইইউডিএফের বন্ধুত্বপূর্ণ ল

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০ ১৪ ০২ ২৮  

বদরপুর ও মধ্য হাইলাকান্দি আসন দুটি কংগ্রেস-এআইইউডিএফের মধ্যে ভাগাভাগিল হওয়ার প্রবল সম্ভাবনা

 

 

 

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

 

অসমে কংগ্রেস দল বিজেপির  মোকাবিলা করতে মহাজোট গঠনের ডাক দিয়েছে।এআইইউডিএফ, অখিল গগৈর দল, অজিত ভুঁইয়ার নব গঠিত দল সহ আসুকেও মহাজোটে সামিল হতে কংগ্রেস দলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। মহাজোট গঠন হলে বরাকের পনেরোটি আসনের মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত সাতটি আসন আজমলের দলের তরফে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা।বরাকে নিজেদের দখলে থাকা বদরপুর ও মধ্য হাইলাকান্দি আসন কংগ্রেস-এআইইউডিএফের মধ্যে রদবদল হওয়ার  সম্ভাবনা। কংগ্রেস আজমলের দলের দখলে থাকা মধ্য হাইলাকান্দি আসন যেমন চাইতে পারে। ঠিক তদ্রুপ ভাবে নিজেদের দখলে থাকা বদরপুর আসন আজমলের হাতে তুলে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে । আসন্ন ২০২১-এর রাজ্য বিধানসভা নির্বাচনে শাসকদল বিজেপিকে কীভাবে ক্ষমতাচ্যুত করা যায়, এ নিয়ে অসম প্রদেশ কংগ্রেস ইতিমধ্যে কোমর কষে ময়দানে নেমেছে। ক্ষমতা পুনরুদ্ধারের লড়াইয়ে কংগ্রেস অবশ্য সাম-দাম (দান)-দণ্ড-ভেদ, সবকিছু ইতিমধ্যে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলা হচ্ছে, একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের প্রবীণ নেতা তরুণ গগৈয়ের মুখে বরাবর শোনা যেত 'হু ইজ বদর‌উদ্দিন'। অথচ সেই তরুণ গগৈ আজ বলছেন, 'বদর‌উদ্দিন ইজ মাই ফ্রেন্ড'। প্রসঙ্গত বদরউদ্দিন আজমল এআইইউডিএফ-প্রধান তথা ধুবড়ির সাংসদ।

অসমে কংগ্রেস বিজেপির সঙ্গে রাজনৈতিক মোকাবিলা করতে মহাজোট গঠনের ডাক দিয়েছে।বদর‌উদ্দিনের এআইইউডিএফ, অখিল গগৈয়ের কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, নবনির্বাচিত রাজ্যসভার নির্দল সদস্য তথা প্রবীণ সাংবাদিক অজিতকুমার ভুইয়াঁর নবগঠিত দল সহ সারা অসম ছাত্র সংস্থা (আসু)-কেও মহাজোটে শামিল হতে কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকদের হিসাব, মহাজোট গঠন হলে বরাকের ১৫টি আসনের মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত সাতটি আসন আজমলের দলের পক্ষে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা। বদরপুর ও মধ্য হাইলাকান্দি আসন দুটি কংগ্রেস-এআইইউডিএফের মধ্যে ভাগাভাগিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আজমল-ব্রিগেডের অন্দরমহলে কানাঘোঁষা চলছে। আজমল-বাহিনীর দললকৃত মধ্য হাইলাকান্দি আসন যেমন চাইতে পারে কংগ্রেস, ঠিক তদ্রুপ নিজেদের দখলকৃত বদরপুর আসন আজমলের হাতে তুলে দেওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। তাছাড়া দক্ষিণ করিমগঞ্জ, কাটিগড়া, সোনাই, কাটলিছড়া, আলগাপুর আসনগুলো এআইইউডিএফ দল দাবি করতে পারে। অন্যদিকে বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে বিশ্লেষকরা রাতাবাড়ি, পাথারকান্দি, উত্তর করিমগঞ্জ, শিলচর, লক্ষ্মীপুর, উধারবন্দ, বড়খলা, ধলাই আসনগুলি কংগ্রেস দলের পক্ষে যাওয়ার সম্ভাবনা দেখছেন।২০১৬-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসএআইইউডিএফের নিজেদের দখলকৃত ৩৯টি আসন ছাড়া ১৮টি আসনে শাসকদল বিজেপি থেকে এগিয়ে ছিল।  

 রাজ্যে কংগ্রেসের নেতৃত্বে মহাজোট গঠিত হলে নিশ্চিত ভাবে শাসকদলের দখলীকৃত এই ১৮টি আসনে বিজেপির পক্ষে বিপদের আশংকা থেকেই যাচ্ছে। তবে রাজনীতিতে কখন কী হয়, এর কোনও নিশ্চয়তা দিতে পারেননি বিশ্লেষকরা। কেননা রাজনীতির ময়দানে কে কখন কার শত্রু এবং কে কখন মিত্র হবেন, এর কোনও গ্যারান্টি নেই। একমাত্র সময়‌ই বলতে পারবে মহাজোট শাসকদল বিজেপিকে কতটুকু কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে।তবে জোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিদ্রোহ দেখা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সময় অবশ্য বলে দেবে মহাজোট শাসক দল বিজেপির কাছে কতটুকু কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে জোটের প্রার্থী ঘোষণা হওয়ার পরও বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিদ্রোহ দেখা দেওয়ায় সম্ভাবনা রয়েছে।এই বিদ্রোহ শাসক দলের কাছে সুখের খবরও নিয়ে আসতে পারে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর