ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৪ ১৪৩২   ২১ জ্বিলকদ ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

হরিশ্চন্দ্রপুর ২

হাইমাদ্রাসা ফাইনালে কৃতী দুই ছাত্রকে সংবর্ধনা

প্রকাশিত: ২৮ জুলাই ২০২০ ২২ ১০ ৫৫   আপডেট: ২৮ জুলাই ২০২০ ২২ ১০ ৫৫

মালদহের হরিশ্চন্দ্রপুর-২ব্লক প্রশাসনিক ভবনে মঙ্গলবার হাই মাদ্রাসা ফাইনালে কৃতী দুই ছাত্র কে সংবর্ধনা প্রধান করা হয় জেলা শাসকের পক্ষে।রাজ্যে চতুর্থ   স্থান অধিকারী জগন্নাথ পুর হাইমাদ্রাসার ছাত্র মিজানুর রহমান (৭৬৫) ও সপ্তম স্থান অধিকারী মিটনা সোলেমানিয়া হাই মাদ্রাসার ছাত্র সেলিম আক্তার(৭৫৮) কে  উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন হরিশ্চন্দ্রপুর-২ব্লকের বিডিও প্রীতম সাহা।তিনি বলেন,জেলা শাসকের পক্ষ থেকে এই দুই কৃতী ছাত্রের জন্য শংসাপত্র,পুস্তক,মিষ্টান্ন প্রেরণ করা হয় ব্লক প্রশাসনের কাছে।জেলা শাসকের পক্ষ থেকে আমরা তাদের হাতে সেই সব উপহার সামগ্রী  তুলে দিয়ে সম্বর্ধিত করেছি।উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও মনোজ কুমার মহুলি,পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি আশরাফুল হক,জগন্নাথ পুর হাই মাদ্রাসার সহ প্রধান শিক্ষক মুহাম্মদ এনামুল হক, সহ শিক্ষক হজরত উমার ফারুক,রুহুল আলম প্রমুখ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর