ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্কে ভিড় বাড়ছে সৌন্দর্য পিপাসু মানুষের

উমার ফারুক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২০ ১৩ ০১ ১৭  

 মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লক প্রশাসনিক ভবন সংলগ্ন ডিয়ার পার্ক এর একটি পুরনো ঐতিহ্য রয়েছে।ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই পার্ক কে আকর্ষনীয় করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।নতুন করে ঢেলে সাজানো এই ডিয়ার পার্কে শুধু হরিশ্চন্দ্রপুর নয় আশপাশের  ব্লক থেকেও সৌন্দর্য পিপাসু মানুষ ভিড় করতে শুরু করেছেন।বিভিন্ন সরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় এই পার্কে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ডিয়ার পার্কের পরিকাঠামো গত উন্নতি সাধন করা হয়েছে সম্প্রতি। ব্লক প্রশাসন সূত্রে জানা যায় সূত্রে জানা যায় ডিয়ার পার্কের পরিকাঠামো গত উন্নতি ও সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য মোট ৯০ লক্ষ টাকা বাজেট বরাদ্দ হয়েছিল।এর মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বরাদ্দ হয়েছে ৪৫ লক্ষ টাকা এবং এমজিএনআরজিএস প্রকল্প থেকে ৪৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। 

জানা যায়, ডিয়ার পার্কের হরিণদের থাকার স্থান টা আরও উন্নত করা হয়েছে। দিনের বেলাতে তারা যাতে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে তার জন্য স্থানকে আরো প্রশস্ত করা হয়েছে। হরিণদের বিশ্রামের জায়গা ও পূর্বের থেকে অনেক উন্নত করা হয়েছে ।পার্কের নানা স্থানে বিভিন্ন প্রজাতির গাছপালা রোপণ করা হয়েছে। পার্ক পরিদর্শনের জন্য ছোট ছোট রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে। সেই সঙ্গে পর্যটকরা যাতে বসে বসে পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারেন তার জন্য বসার আরামদায়ক আসনের ব্যবস্থা করা হয়েছে। পার্কের মধ্যে একটি বৃহৎ পুকুর রয়েছে সেই পুকুর সংস্কার করা হয়েছে। পুকুর পাড়ে সান বাধানো হচ্ছে পুকুরের চারিধারে নানা প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে ।পুকুরে নৌকা ও বোটের ব্যবস্থা থাকবে যাতে করে পর্যটকরা নৌকা বিহারের আনন্দ উপভোগ করতে পারেন। সব মিলিয়ে হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্কের সৌন্দর্যায়ন বৃদ্ধি পাওয়ায় ভিড় বাড়ছে ছোট বড় সব শ্রেণির মানুষের। উত্তর মালদহের হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্ক পর্যটকদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে।
ব্লক প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর -২ ব্লকের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্ক আমাদের কাছে একটি আকর্ষণের কেন্দ্র । ব্লক প্রশাসনের তৎপরতায় পার্ক নতুন করে সেজে ওঠায় আমরা খুবই আনন্দিত। 
হরিশ্চন্দ্রপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি বলেন, হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য ও পরিকাঠামোগত সংস্কারের জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্লক প্রশাসনকে জানানো হয়েছিল। ব্লক প্রশাসন আমাদের আবেদনে সাড়া দিয়ে পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করেন।উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও এম জি এন আর জি এস প্রকল্পের মাধ্যমে অর্থ বরাদ্দ হয়। পার্কটি নতুন সাজে সজ্জিত করা হয়েছে। তা যেকোনো পর্যটকদের আকর্ষণ করবে।
হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ভিডিও প্রীতম সাহা বলেন হরিশ্চন্দ্রপুর-২ ব্লক প্রশাসনিক ভবন সংলগ্ন ডিয়ার পার্ক একটি ঐতিহ্যবাহী পার্ক।পার্কের ঐতিহ্য ধরে রাখার উদ্দেশ্যে পার্কের সৌন্দর্য বৃদ্ধির কাজ করা হয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর