ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

টয়লেট বন্ধ যত্রতত্র কাজ সারছে মানুষ ছড়াচ্ছে দূষণ মাল বাস স্ট্যান্

দেবজ্যোতি মুখার্জি

প্রকাশিত: ৩ মার্চ ২০২০ ০৮ ০৮ ২১  

মালবাজার,

পাবলিকট বন্ধ প্রকৃতির ডাকে সারা দিতে যত্রতত্র কাজ সারছে  মানুষ। ছড়াচ্ছে দূষণ। পুরানো জেলা পরিষদের  শৌচাগারে গড়ে উঠেছে হোটেল। পুরুষরা এদিক ওদিক কাজ সারলেও সমস্যায় পড়ছে মহিলারা।এমনই দৃশ্য প্রতিদিন দেখা যায় মালবাজার বাসস্ট্যান্ডে।   

ডুয়ার্সের অন্যতম বড়  মালবাজার বাসস্ট্যান্ড। প্রতিদিন কয়েকশ যাত্রীবাহী গাড়ি আসাযাওয়া করে। হাজার হাজার নরনারী এই বাসস্ট্যান্ডের
মাধ্যমে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি যাতায়াত করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ আসাযাওয়া করে। এইরকম ব্যাস্ত বাসস্ট্যান্ডকে ঘিরে গড়ে উঠেছে বেশ কিছু চা দোকান, মিষ্টির দোকান। রয়েছে বেশ কয়েকটি হোটেল ও লজ। 
স্বাভাবিকভাবেই এই জমজমাট বাসস্ট্যান্ডের আসেপাশে নেই কোন পাবলিক টয়লেট। পৌর সভা একটি টয়লেট নির্মাণ করলেও সেটি বেশ কয়েক মাস ধরে চালু হয়নি। অনেকেই চাপ সামলাতে না পেরে সেই টয়লেটের সামনেই কাজ সারছেন। পাশেই রয়েছে উত্তরবঙ্গ রাষ্টিয় পরিবহন সংস্থার একটি সদ্য নির্মিত দপ্তর।সেটিও বন্ধ রয়েছে। অনেকেই প্রকৃতির ডাকে সারা দিয়ে তার দরজার সামনে কাজ সারছেন। এমন দৃশ্য প্রতিদিনের। স্থানীয় ব্যবসায়ী শঙ্কর চৌধুরী জানান, মাল পৌরসভা অনেক ভালো কাজ করেছে। চেয়ারম্যানের পক্ষে সবদিক দেখা সম্ভব নয়, কিন্তু, সুপারভাইজার আছে তারা সঠিক পর্যবেক্ষণ করেনা। যার জন্য যত্রতত্র জঞ্জাল জমছে। বিষয়টি দেখা দরকার। 
একই কথা জানান ব্যবসায়ী ধর্মেন্দ্র রায়।রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এস আই রমেন বিশ্বাস জানান,বাস্তবিক এটা এক বড় সমস্যা। অনেক সময় মহিলারা এসে আমাদের কর্মীদের টয়লেট ব্যবহার করতে চায়। পুরুষরা এদিক ওদিক কাজ সারে। বহু বলেও ফল হয়নি। 
রাষ্টীয় পরিবহন সংস্থার এক সুলভ শৌচাগার আছে। সেখানে ৫টাক।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর