ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ফয়জানে বোখারী কনফারেন্স ও মাজার শরীফ নির্মাণ বীরভূমের গাইসাড়ায

সেখ রিয়াজউদ্দিন

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ২৩ ১১ ২৪  

 বীরভূম:

গতকাল১৫ ই ফেব্রুয়ারি এশা নামাজের পর বীরভূম জেলার রাজনগর ব্লকের গাইসাড়া শরীফে ফয়জানে বোখারী কনফারেন্স ও মাজার শরীফ নির্মাণ উপলক্ষে এক ধর্মীয় জলসা অনুষ্ঠিত হয়। এদিনের সভার মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত আল্লামা হজরত সৈয়দ নুরুল হোসেন বোখারী, পীরে তরিকত আল্লামা হজরত মৌলানা সৈয়দ সাইফুল হোসেন বোখারী, সৈয়দ আহমেদ হোসেন বোখারী ওরফে শাদবাবা সহ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খন্ড, বিহার, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ থেকে বক্তব্য রাখার জন্য উপস্থিত ছিলেন বিভিন্ন উলেমায়েগন। ঝাড়খন্ড সহ পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান প্রভৃতি জেলা থেকে ও প্রচুর ভক্ত সমাগম কনফারেন্সে যোগদান করেন।উল্লেখ্য গত বছর গাইসাড়া শরীফে বোখারী বাবার মাজার শরীফ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেই উপলক্ষে এবছর ও অনুরূপভাবে ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দোয়ার মাহফিল এবং হিন্দু মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের মানুষ সমাজে একসাথে মিলেমিশে বসবাস, একে অপরের বিপদে সহযোগিতা তথা বন্ধুতের হাত বাড়িয়ে দেওয়া, সেই বার্তায় আজকের অনুষ্ঠান থেকে দেওয়া হয় বলে এক সাক্ষাৎকারে জানান ফয়জানে বোখারী কনফারেন্স এর কর্নধার হজরত আল্লামা মৌলানা সৈয়দ সাইফুল হোসেন বোখারী। দূর দূরান্ত সহ এলাকাবাসী তথা কনফারেন্সে আগত সমস্ত মেহেমানদের পেট পুরে খাওয়ানোর ও আয়োজন করা হয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর