ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

কাটমানি

বঞ্চিত সরকারি সুবিধায়, স্বেচ্ছামৃত্যুর ইচ্ছে প্রকাশ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৯ ০৭ ৫৫  

একেই ঠিক মত চোখে না দেখাতে পাওয়ার কারণে কাজ মিলছে না। অন্যদিকে কাঠ মানি দিতে না পারায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত। বাধ্য হয়ে পরিবারসহ স্বেচ্ছামৃত্যুর আবেদন সরকারের কাছে।
 মালদা জেলার চাচোল ২ নম্বর ব্লকের মালতি পুর গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রামের নিতাই দাস তিনি দুই চোখে ঠিকমতো দেখতে পান না। যার জন্য কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। ঠিকমতো চোখে না দেখতে পাওয়ার কারণে কাজ মিলছে না কোথাও। একদিকে বাধ্যক্য অন্যদিকে দৃষ্টিহীন চরম বিপাকে পরিবার।পরিবারের চারজন সদস্য এক ছেলে ও এক মেয়ে।এক বেলা খায় ও দুই বেলা পেট পুরে খেতে পায়না পরিবারটি, অভাবে তাড়নাকে পিছে রেখে ছেলেটি এবার মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। অথচ সরকারিভাবে কোনো কোন সুবিধাই পায়নি এই পরিবারটি। অনেকবার  সরকারি বাড়ি নেওয়ার জন্য আবেদন পত্র জমা করেছিল, লিস্টে নাম উঠেছিল কিন্তু কাঠ মানি না দিতে পারার কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ নিতাই দাসের। অভিযোগ মালতি পুর গ্রাম পঞ্চায়েতের আগে কংগ্রেস পরিচালিত মেম্বার এবং প্রধানদের একাধিকবার অনুরোধ ও যোগাযোগ করলে কোনরুপ সুবিধা মেলেনি পরিবারটির। বর্তমান তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানসহ মেম্বারের কাছে একাধিকবার যোগাযোগ করলেও শুধু হয়রানির শিকার ছাড়া কোনো রকম লাভ হয়নি। যার কাছে যাচ্ছে অগ্রিম কাঠমনির দাবি করে। তাই সরকারের কাছে আবেদন রেখেছেন পরিবারটি আমাদের সরকারি সুবিধা দেওয়া হোক না হলে পরিবারসহ স্বেচ্ছামৃত্যুর আদেশ দেওয়া হোক। বর্তমান শাসকদলের বিভিন্ন নেতা নেত্রী বর্গরা দিদিকে বল কর্মসূচি নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে খাওয়া-দাওয়া করে সোশ্যাল মিডিয়ায় এসেছে। কিন্তু চাচোল ২ নম্বর ব্লকের মালতিপুর নয়াটোলা গ্রামের বাসিন্দাদের কাছে কেউ পৌঁছালো না এখন পর্যন্ত। এমনকি মালতিপুর পঞ্চায়েত প্রধানকে বারংবার জানানো সত্ত্বেও কোনরকম কর্ণপাত করে না এই ঘটনার। নয়াটোলা গ্রামের প্রায় প্রতিটা বাড়িতেই বিভিন্ন সমস্যায় রয়েছে সবাই কেউ বিধবা ভাতা পাচ্ছে না কেউ বাড়ি নেওয়ার জন্য অগ্রিম টাকা দিয়েও বাড়ি পায়নি। এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এ খবর পেয়ে মালদা থেকে ছুটে যায় হিউম্যান রাইটস অ্যান্ড প্রোটেকশন কাউন্সিলের সভাপতি শুভদীপ সরকার তিনি চাচোল ২ নম্বর ব্লকের বিডিও  অমিত কুমার সাউকে বিস্তারিত জানান। তারপর বিডিও বলেন বিষয়টি যদিও আমার জানা ছিল না আমি খতিয়ে দেখে প্রাথমিকভাবে যতটা সাহায্য করার সে ব্যবস্থা করছি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর