ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

বানরের মৃত্যুতে উদ্বিগ্ন পরিবেশ প্রেমীরা সভকে বানরদের ফল খাওয়াল

পুষ্প প্রভাত প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন ২০১৯ ২১ ০৯ ০৯  

মালবাজার

সম্প্রতি জানাগেছে মধ্যপ্রদেশের বনাঞ্চলে তীব্র জলকষ্টে বেশ কিছু সংখ্যক বানরের মৃত্যু হয়েছে। এই খবরে উদ্বিগ্ন হয়ে মালের মাউন্টেন ট্রেকার ফাউন্ডেশন নামের এক পরিবেশ প্রেমী সংস্থা রবিবার সারাদিন ঘুরে সেভক করনেশন সেতুর আসেপাশে থাকা কয়েকশ বানরকে ফল ও জল খাওয়ালো। এদিন সকালে সংস্থার কর্মীরা স্থানীয় বাজার থেকে কয়েক কাদি কলা, কুইন্টাল খানেক আম, আপেল জোগার করে। সাথে নেয় মাটির থালা। এরপর সোজা চলে যায় সেভক করনেশন সেতু ও কালি মন্দির এলাকায়। যেখানে যেখানে বাদরের দল ছিল সেখানে সেখানে ফল দেয় ও মাটির থালায় দেয়। শুধু তাই নয়,কালি মন্দির এলাকায় পড়ে থাকা প্লাস্টিকের প্যাকেট, থার্মকলের প্লেট তুলে নিয়ে ব্যাগে করে ভরে জমা করে। পাশাপাশি  মংপং এলাকায় বনাঞ্চলে আম ও কাঠালের বিচি ছড়িয়েদেয়। সংস্থার পক্ষে স্বরুপ মিত্র বলেন, মধ্যপ্রদেশে প্রচুর বানর জলের অভাবে মারা গেছে। আমাদের এই এলাকায় প্রচুর বানর আছে। তাদের প্রতি সমবেদনায় আজ আমরা এদের ফল ও জল দেওয়ার ব্যবস্থা করেছি।পাশাপাশি জঞ্জাল সাফাই ও বনাঞ্চলে ফল ও ফলের বীজ ফেলেছি। আগামীদিনে এরকম করব। 

এদিন এই কর্মসূচিতে সংস্থার কর্মীরা প্লাস্টিকেরপ্যাকেট বর্জন নিয়ে সচেতন করেন।          

                                                               

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর