ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

মুদি ব্যবসায়ী ও তার স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ রতুয়ায়

প্রকাশিত: ১ জুন ২০১৯ ২৩ ১১ ১৯  

রতুয়াঃ

মুদি ব্যাবসায়ি ও তার স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে রতুয়া থানার বাহারাল পঞ্চায়েতের পরানপুর গ্রামে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকা জুড়ে।তদন্তে নেমেছে মালদা রতুয়া থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ও পরিবারের লোকজন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম মহম্মদ কুসুমুদ্দিন (৬০)ও তার স্ত্রী মহেলা বিবি(৫৫)।তাদের বাড়িতে মুদির দোকন রয়েছে। পরিবারে রয়েছে ৯ ছেলমেয়ে। বাড়ি রতুয়া থানার বাহারাল পঞ্চায়েতের পরানপুর গ্রামে। জানা গিয়েছে শুক্রবার রাতে দোকানে বসেছিলেন কুসুমুদ্দিন। সেই সময় প্রতিবেশি জাইলুন মিজ্ঞা দোকানে আসে। ধারে বিড়ি কিনতে চায়। কিন্তু আগের টাকা ধার থাকায় দিতে রাজী হয়নি কুসুমুদ্দিন। এই নিয়ে দুই জনের মধ্যে বিবাদ হয়। স্থানীয় ও পরিবারের লোকেরা বিবাদ থামায়। গভীররাতে কুসুমুদ্দিন ও তার স্ত্রী বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিল। অভিযোগ সেই সময় অভিযুক্ত জাইলুন শেখ ঘুমন্ত দুই জনের শরীরে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহেলা বিবির। পরিবারের লোকেরা কুসুমুদ্দিনকে আশঙ্কাজনক আবস্থায় মালদা মেডিকেলে ভর্তি করলে সেখানে মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর