ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

মরকজউল উলুম কৌমীয়া মাদ্রাসার ধর্মীয় সভা

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯ ২০ ০৮ ১৫  

মরকজউল উলুম কৌমীয়া মাদ্রাসার বাৎসরিক জলসা সম্পন্ন

মরকজউল উলুম কৌমীয়া মাদ্রাসার বাৎসরিক জলসা সম্পন্ন

রবিবার উওর নারাইনপুর জিপির অন্তর্গত ডাক বাংলা মরকজউল উলুম কৌমীয়া মাদ্রাসার বাৎসরিক জলসা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাছিমী ছাহেব। মৌলানা কাছিমী বক্তব্য রাখতে গিয়ে কোরআন ও হাদিসের বিভিন্ন দিক নিয়ে ইসলাম ধর্ম সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন।
এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আলগাপুরের সম্মানিত বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী  তিনি  বলেন ।  আমি সব সময় চেষ্টা করি ধর্মীয় সভা সমিতিতে যাওয়ার এবং যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি তাই এই মাদ্রাসায় বিধায়ক তহবিল থেকে 2 লাখ 50 হাজার টাকা দিবেন বলে আশ্বাস দেন সেই  সঙ্গে এক দিন মাটি কাজের জন্য নিজের তিনটি গাড়ি দিয়েও সাহায্য করবো। সকল জনগণ কে মিলে মিশে থাকার জন্য অনুরোধ করেন । ওয়াজ মহফিলে উপস্থিত হয়ে পাচঁগ্রার কালিনগর জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি পৃথীশ ক্রান্তি দাশ তিনি কিছু সময় বক্তব্য দিয়ে বলেন নারাইনপুরের ঐতিহ্য বহুত পুরোনো। আমাদের এখানে কোনদিন হিন্দু মুসলিম বলে বেদাবেদ নেই আমারা সবাই মিলে মিশে বসবাস করছি। মাদ্রাসার উন্নয়নের জন্য যতটুকু সহযোগিতা করার আমি জেলা পরিষদ হিসেবে করে যাব। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত যুব নেতা তথা উওর নারাইনপুর জিপির নব নির্বাচিত সভাপতি এম হিফজুর রাহমান লস্কর বলেন। এই মাদ্রাসাটি আমার এরিয়ার একটা ঐতিহ্যবাহী মাদ্রসা এবং ছোট বেলা থেকে দেখে আসছি এই মাদ্রাসায় অনেক ছাত্ররা ইসলামিক শিক্ষা নিয়েছেন । এই পবিত্র মাদ্রাসার উন্নয়নের জন্য আমি জিপি সভাপতি হিসাবে ১ লক্ষ টাকা সাহায্য করবো বলে আশ্বাস দেন।হিফজুর রাহমান আরও বলেন  নারাইনপুর জিপির উন্নয়নের জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন একমাত্র  আল্লাহ ছাড়া কাউকে ভয় কিংবা পরওয়া করি না। অন্যায় করবো না অন্যায় কারিদেরকে  ছাড়বো না।  উত্তর নারাইনপুর জিপিকে আদর্শ ও মডেল জিপি বানাতে আমার প্রয়াস অব্যাহত থাকবে বিগত দিনে যারা এই  জিপির নেতৃত্ব দিয়েছিলেন। তাদের কে ঐ রকম ধর্মীয় সভায় কোন দিন দেখা যায় নি আমি যত দিন বাঁচবো এই মাদ্রাসার একজন খাদিম হিসাবে যতটুকু  সহযোগিতা করার আমি করে যাব। সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অধ্যাপক বাহার উদ্দিন লস্কর সাহেব সহ বিশিষ্ট জনের।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর