ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হরিশ্চন্দ্রপুরের নির্মাণ কর্মীর

মহঃ নাজিম আক্তার

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯ ০৪ ০৪ ২৪  

হরিশ্চন্দ্রপুরঃমালদা

সারা গ্রাম জুড়ে কান্নার শব্দ।চারিদিকে শোকের ছায়া।কারণ ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পাঁচ তলা বিল্ডিং থেকে পরে মৃত্যু হয়েছে এক নির্মাণ কর্মীর।নাম মানার আলি(৩৮) ।বাড়ি হরিশ্চন্দ্রপুর - ১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির ভবানীপুর গ্রামে।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল প্রায় এগারোটা নাগাদ।

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর  থানার ভবানীপুর গ্রামের বাসিন্দা মানার আলি।এই যুবক পেশায় একজন রাজ মিস্ত্রি।কর্মসূত্রে বছরের বেশির ভাগ সময়  ভিন রাজ্যে গিয়ে কাজ করতেন । শুক্রবার বেঙ্গালুরু থেকে তাদের বাড়িতে ফোন করে জানানো হয় যে মানার আলি কাজ করতে গিয়ে পাঁচ তলা বিল্ডিং থেকে পরে মারা গেছে।
তার পর থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পরে ।

বিশেষ সূত্রে জানা যায়, পাঁচ তলা বিল্ডিং-এর উপর কাজ করার সময়  অসাবধান বশত ভারা থেকে পা হড়কে পরে যান।ঘটনা স্থলে মৃত্যু হয়েছে তাঁর।

মৃত মানারের স্ত্রী আনজুরা বিবি  জানান,'প্রায় একুশ দিন আগে গ্রামেরই কয়েক জন রাজ মিস্ত্রির সঙ্গে বেঙ্গালুরুতে কাজ করতে যান।ডিসেম্বর মাসে গ্রামের মেলাতে আসার কথা ছিল ।তার আগেই যে আমাদের ছেড়ে চীরবিদায় নিয়ে চলে যাবেন তা কে জানতো।"
তিনি আরও জানান, " তার এক ছেলে ও চার মেয়ে নিয়ে মোট সাত জনের অভাবের পরিবার।তাদের নুন আনতে পান্তা ফুরোনোর দশা। পরিবারের সাতটি পেট চলত একজনের উপার্জনের উপর নির্ভর করে।ছেলে থাকলে কি হবে,সে আবার ভারসাম্যহীন।তার উপার্জন সামান্য,যা দিয়ে পরিবার চালানো মুশকিল।ধারদেনা করে কোনো রকম পরিবারটি চলত।জরাজীর্ণ একটিমাত্র কাঁচা ঘরেই তাদের বসবাস।নাবালিকা মেয়েদের নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবার থেকে সকল আত্মীয়-স্বজনদের।

 খবর পাওয়া মাত্রই ইতিমধ্যে পরিবারের লোকজন বেঙ্গালুরুতে যাত্রা করেছে।ময়নাতদন্তের পর মৃত দেহটিকে গ্রামের আনা হবে ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর