ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ব্যাংকের সামনে জোর করে অটোতে তুলে মহিলার পঞ্চাশ হাজার টাকা ছিনতাই

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০ ১৯ ০৭ ১৮  

ছিনতাই বাজদের কবলে পড়ে আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুর স্টেট ব্যাংক থেকে পেনশনের টাকা তুলে ঘরে নিয়ে যাওয়া হল না এক বিধবা মহিলার । ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে । এদিন ঘীলাইজান এলাকার গয়া হাজরিকা নামের এক বিধবা মহিলা তার পেনশনের জমাকৃত পঞ্চাশ হাজার টাকা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বদরপুর শাখা থেকে তুলেন । কাঁধে ব্যানেটি ব্যাগে পঞ্চাশ হাজার টাকা রেখে যখন ব্যাংক থেকে বের হয়ে গাড়ীর অপেক্ষা করছেন তখন জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি অটো চালক মাসি সম্বােধন করে বলে আমার গাড়ীতে বসে পড় আমি স্টেণ্ডে নিয়ে যাবাে বলে জোর করে অটোতে তুলে গাড়ী ছেড়ে দেয় একটুখানি যাওয়ার পর চালক কাউকে ফোন করলে আরও তিন জন যুবক এসে পিছনের সিটে বসতে চাইলে মহিলা বাঁধা দেন তখন চালক বলল মাসি ওদের বসতে দিন ওরা সামনে নেমে যাবে বলে গাড়ী ছেড়ে দেয় । বন্ধন ব্যাংকের সামনে ভদ্র মহিলা নেমে যান । তখনও তিনি বুঝতে পারেন নি তার টাকা ছিনতাই হয়েছে । হঠাৎ কোনাে কাজে ব্যাগে হাত দিয়ে দেখতে পান পাশ বুক সহ টাকা ও নেই । ব্যাগটি ব্লেড দিয়ে কাটা রয়েছে । তার অভিযােগ অটো তে এই ছিনতাইকারীরা চুপি সারে ব্যাগ কেটে সব টাকা ছিনতাই করেছে । এই নাটের গুরু অচেনা অটো চালকই । যদিও অসহায় মহিলা এদিন বদরপুর থানায় অভিযােগ দায়ের করেননি অভিযােগ করবেন বলে জানা গেছে । বদরপুর শহরে দিন দুপুরে একের পর এক ছিনতাই কাণ্ডে চাঞ্চল্য বিরাজ করছে । বদরপুর পুলিশের নাকের ডগায় বার বার এ ধরণের কাণ্ডে ক্ষোব্দ সচেতনত মহল । তাদের কথায় এখনও বদরপুর পুলিশ এদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু না করলে রেল শহর বদরপুর হবে ছিনতাই বাজদের মৃগয়া ক্ষেত্র ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর