ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

এনবিএসটিসির পদক্ষেপ

বাসচালকদের মাথায় হেলমেট

শঙ্কর গুপ্তা

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯ ১৭ ০৫ ১০  

উত্তর দিনাজপুর  

বন্ধ সমর্থনকারীদের হামলার হাত থেকে রক্ষা করতে বাসচালকদের মাথায় হেলমেট তুলে দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিভিশন। অনেক সময় দূর থেকে বাস লক্ষ্য করে বন্ধ সমর্থনকারীরা ইট পাথর ছুঁড়ে মারে এবং বাস ভাঙচুর চালায়। পূর্বের বন্ধগুলিতে বাস ভাঙচুরের ঘটনায় আহতও হয়েছিলেন বহু বাসের চালকেরা। বন্ধ সমর্থনকারীদের হামলা থেকে যাতে নিজেদের মাথা বাঁচাতে পারেন সেজন্যই বাসচালকদের হেলমেট প্রদান বলে সূত্রের খবর।
ট্রেড ইউনিয়নগুলি ও কেন্দ্রীয় ফেডারেশন সমূহের ডাকা ৪৮ ঘন্টা ভারত বন্ধে উত্তর দিনাজপুর জেলায় সরকারি বেসরকারি যান চলাচল ছিল প্রায় স্বাভাবিক। বন্ধের দিনে রাস্তায় বাস চালাতে গিয়ে যাতে বন্ধ সমর্থনকারীদের আক্রমণে বাসচালকেরা নিরাপদে থাকেন সেজন্য রায়গঞ্জে আজ সকাল থেকে বিভিন্ন রুটে যাওয়া সরকারি বাসচালকদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। বাসচালকেরা জানিয়েছেন, বন্ধের দিনে রাস্তায় বাস চালাতে গিয়ে ব্যাপক আতঙ্কে থাকেন তারা। অনেক সময় দূর থেকেই বাস লক্ষ্য করে ইট পাথর ছুঁড়ে হামলা চালায় বন্ধ সমর্থনকারীরা। তাতে জখম হন বাসচালকেরা। আজকের বন্ধের দিনে হেলমেট পেয়ে নিজেদের কিছুটা নিরাপদ মনে করছেন তারা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর