ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

বদরপুরে কলেজ ছাত্রীর এটিএম কার্ড বদল করে হাতিয়ে নিয়ে যায় টাকা

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০ ১৭ ০৫ ০০  

রেল শহর বদরপুর ছিনতাই বাজদের মৃগয়া ক্ষেত্রে পরিণত । কিন্তু বদরপুর পুলিশ একটিও ছিনতাই বাজকে ধরতে সক্ষম হয়নি । বিগত কয়েক মাস ধরে ছিনতাইকারির দৌরাত্ম্য এতই বেড়ে চলেছে যা সাধারণ মানুষের চিন্তার মাত্রা বেড়ে গেছে । একের পর এক টাকা ছিনতাইকারি কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন জনগণ । দিন দুপুরে বদরপুরে বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে আসার পর বদরপুর পুলিশ নড়ে চড়ে বসেছে বৃহস্পতিবার কাটিগড়া । মাদারপুর গ্রামের কলেজ ছাত্রী আবিদা বেগম বদরপুর পুলিশ স্টেশনের কাছের এটিএম টাকা তুলতে এসে বার বার চেষ্টা করে ও টাকা তুলতে পারেনি । তখন পাশে ওৎ পেতে দাড়িয়ে থাকা এক অচেনা যুবক । সেই ছেলেটি বােন সম্বােধন করে বলে আমার কাছে দাও আমি টাকা তুলে দেব তখন আবিদা বিশ্বাস করে এটিএম দিলে সে দুই হাজার টাকা তুলে দিয়ে হাতের এটিএম বদল করে তার এটিএম দিয়ে চলে যায় । তখন আবিদা নিজে ও বুঝতে পারে নি । ঘরে যাওয়ার পর দেখতে পায় ।মােবাইলে আরও মেসেজ আসছে টাকা ওঠানাের । তখন তার কাছে থাকা এটিএম চেয়ে দেখে এটিএম টি বদল করে এস আহমেদ নামের এটিএম দিয়ে দিয়েছে প্রতারক । সঙ্গে সঙ্গে ব্লক করা হয় । পরে শুক্রবার আবিদার বাবা , ভাই বদরপুর থানায় এসে একটি লিখিত অভিযােগ দায়ের করেন । তার সাথে বদরপুর স্টেট ব্যাংকে জমা দেন । পরে তারা আবার অন্য এটিএম কার্ড দিয়ে সেই এটিএম টাকা তুলতে আসেন লাইনে দাঁড়িয়ে হঠাৎ দেখতে পান গতকালের সেই সন্দেহজন যুবকটিকে । তখন তাঁরা যুবকটির ফটো তুলে আৰিদার কাছে পাঠিয়ে দিলে শনাক্ত করে এই প্রতারকই গতকাল এই কাণ্ড করেছে । ততক্ষণে যুবকটি লাইন ছেড়ে পালিয়ে যায় । মেয়ে টির বাবা ভাই খোঁজতে থাকে বদরপুরে হঠাৎ দেখতে পান মিশন রােড একটি কম্পিউটার দোকানে বসে আছে তখনই মেয়েটির ভাই তাকে পাকড়াও করে বদরপুর থানায় সময়ে দেন । তার নাম হলাে সাবির উদ্দিন ২৭ , তাঁর বাড়ি মখইভাঙ্গা এলাকায় । সে কিছু দিন । আগে ড্রাগস কেইসের অপরাধে পুলিশ আটক করা হয় । বদরপুর পুলিশ সুত্রে জানা গেছে এই সাবির উদ্দিন সহ আরাে কয়েকজন যুবক বদরপুর , হাইলাকান্দি সহ বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছে । এছাড়াও বদরপুর রেলওয়ে আরপিএফ কর্মীর এটিএম কার্ড বদল করে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে । এদিনে বদরপুর পুলিশ জানায় কয়েকদিনের মধ্যে এটিএম প্রতারকের পুরাে গেং আটক করতে সম্ভব পর হবে বলে আশাবাদী । এ ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে বদরপুর শহর এলাকায় । অন্যদিকে , বদরপুর বিধানসভার কোন এটিএম কাউন্টারে নেই কোন সিকিউরিটির ব্যবস্থা , বিকল পড়ে আছে সি সি কেমেরা । এতে আর সুযােগ পেয়েছে অপরাধীরা । এটিএম কিংবা ব্যাংক থেকে টাকা তুলে ঘরে । নিয়ে যাওয়ার সময় প্রায় প্রতিদিন ই কত শত গ্রাহকদের টাকা ছিনতাই করে নেওয়া হয়েছে তার খবর কে রাখে । এমতাবস্থায় বদরপুরের সচেতন জনগণ ব্যাংক কতৃপক্ষের কাছে দাবি জানান অতিসত্তর বদরপুরে প্রতিটি এটিএম কাউন্টারে সি সি কেমেরা সহ একজন সিকিউরিটি প্রদান করতে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর