ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ফের যোগাতে তাক লাগালো ৭ বছরের মানসী হাঁসদা

পল মৈত্র

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০ ২২ ১০ ৩৯  

দক্ষিণ দিনাজপুরঃ  আন্তর্জাতীক যোগা কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করে শহরবাসীকে তাক লাগিয়ে দিলো মানসী হাঁসদা। বছর 7এর এই মানসী বিশ্রাইল সেন্ট ক্লারেন্ট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে। বাবার নাম মঙ্গলু হাঁসদা তিনি একজন পুলিশ কর্মী ।জানা যায় গত ডিসেম্বর মাসের 29 ও 30 তারিখে নেপাল ইন্টার্নেশনাল ইয়োগা চ্যাম্পিয়নশিপ 2019 এ অংশগ্রহণ করে মানসী। প্রতিবারের মত সেই under 8 years আন্তর্জাতীক যোগা কম্পিটিশন এও প্রথম স্থান অধিকার করেছে মানসী।ছোটবেলা থেকেই জোগাড় প্রতি তার অনন্য মনোভাব আজকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছে মানুষীকে। তবে তার সাফল্যের পেছনে তার শিক্ষক ডক্টর রাম কুমার মন্ডল এর  যে অপরিসীম ভূমিকা রয়েছে তা কিন্তু স্বীকার করেছেন মানুষী এবং তার পরিবার।এর আগেও বেশ কিছু বড় বড় জায়গায় যোগা কম্পিটিশন এ অংশগ্রহণ করে মানুষী। সেখানেও একই রকম ই প্রথম হয়েও তাক লাগিয়েছে শহরবাসীকে । তিনি এরকম এক আন্তর্জাতিক কম্পিটিশনে গিয়েও প্রথম স্থান অধিকার করতে পারবে এটা কিন্তু ভাবনার বাইরে ছিল পরিবারের। কিন্তু তার অদম্য মনোবল এবং সাহস সবাইকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল যে প্রচেষ্টা এবং মনোবল থাকলে অবশ্যই তার ভালো ফল ই পাওয়া যায়, সেই কথাই আরো একবার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল মানুষী।
বাইট মানসী হাঁসদা প্রথম স্থান অধিকার কারী

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর