ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

চাঁচল থেকে ২ কিলোমিটার দুরে, শুরু হচ্ছে ২ দিনের জমজমাট উরস মেলা

উজির আলি

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯ ১৯ ০৭ ১৬  

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হজরত নিজামুদ্দিন পীরের স্মরনে উরস মেলা। চাঁচোলের কলিগ্রাম শহরবাগ গ্রামে আয়োজিত এই মেলা চলবে, বৃহস্পতিবার ও শুক্রবার। এবার ২৮ বছর পুর্ন হল এই উরস মেলার। কলিগ্রামে এই উরস উপলক্ষে চাঁচলের বিভিন্ন এলাকার হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ভিড় জমান এখানে। হজরত নিজামুদ্দিনের পীর মাজারে চাদর, সিননি ও ডালা ঘুরিয়ে পীরের প্রতি প্রার্থনা নিবেদন করেন ভক্তরা। কথোপকথনে পীরবাবার পুত্র ইন্দা শেখ জানান, পরম্পরা অনুযায়ী আমি দেখে এসেছি এলাকার মানুষ কোনো সমস্যায় পড়লে বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে, পীরবাবার কাছে সিননি দিয়ে প্রার্থনা করেন। তার সঙ্গে দোওআ ও করেন ভক্তরা।পীরবাবার পুত্র আরোও বলেন, ১৯৮০ সালে বাবা ১০০ টাকা দরে ৫ কাঠা ভিটেমাটি ক্রয় করেন। ১৯৮৫ সালে বাবা ইন্তেকাল করেন। এবং সেই জায়গায় তখন কাঁচা সমাধিস্থল করা হলেও পরে তা পাকা ও মার্বেলে পরিপূর্ণ করা হয়। এবছর মাজারে দুদিন ব্যাপী জালসা,কাওয়ালি ও কোরান পাঠের মাধ্যমে পীরবাবাকে শ্রদ্ধা জানানো হবে। প্রতি বছরের ন্যায় এবছর একটু আলাদা।কাওয়ালি জগতের খ্যাতনামা শিল্পী নুরআলম ও

ক্যাসেট সিঙ্গার মহিলা কাওয়ালা নেহা নাজ দ্বিতীয় রাত্রীতে প্রতিযোগিতা কাওয়ালী করবে বলে সূত্রের খবর।

 প্রতিবারের মতো গ্রাম্য কমিটির পক্ষ থেকে এবছরও উরস কমিটি গঠন করা হয়েছে।

 উরস মেলার পরিচালন কমিটির সদস্য নুর আলম,আফতার আলী, দিলদার হোসেন, সুকরু ও জিয়াউল্লা সকলে জানান, এবছরও দুদিন ব্যাপী কাওয়ালী ও জালসার আয়োজন করা হয়েছে।

তার সঙ্গে চলবে জমজমাট মেলাও।

 এই উরস মেলাকে কেন্দ্র করে কলিগ্রামের পাশাপাশি চাঁচোলের বীরস্থলী, মতিহারপুর, ভগবানপুর, বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভীড় জমান। 

গত আঠাশ বছর ধরে নিজামুদ্দিন পীরের উরসে বিভিন্ন ভাবে সহায়তা করে আসছেন এলাকার মানুষ।। স্থানীয়রা অনেকে আসেন এবং পীরবাবার মাজারে মানত করেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর